এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক যাচ্ছেন ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই ট্রাম্প এ সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। 

বৃহস্পতিবার (২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে মেভলুত কাভুসোগলু এ কথা জানান। খবর আনাদলু ও ডেইলি সাবাহ


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে এরদোয়ান ও ট্রাম্প প্রায়ই টেলিফোনে কথা বলেন। যদিও কিছু বিষয়ে উভয় দেশের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।

মেভলুত বলেন, ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের যোগাযোগ ও কথোপকথন সবসময়ই ইতিবাচক ছিল।

দুই রাষ্ট্রপতির মধ্যে সর্বশেষ যোগাযোগের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরদোয়ান সবসময় ইতিবাচকভাবেই সব বিষয় মোকাবেলা করেন। তাই এরদোয়ান তুরস্ক সফরে আবার ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী জুনে ব্রিটেন ও ফ্রান্স সফরে যাবেন।

ব্রিটেন ও ফ্রান্স সফরের পরই ট্রাম্পের তুরস্ক সফরের কথা নিশ্চিত জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দুটি দেশ সফরের সময়ই তুরস্ক আসার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে তুরস্ক সফর করতে চায়। এ জন্য সম্ভবত এক মাস সময় লাগবে।

সফরের বিষয়টি নিশ্চিত হলেও সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই সফরের তারিখ নির্ধারণ হবে বলে জানান মেভলুত কাভুসোগলু।

(breakingnews)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget