ঘূর্ণিঝড় ফণী: বরগুনায় বৃষ্টি শুরু

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে  বরগুনায় ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে বইছে প্রচণ্ড বাতাস। শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৩ টার বৃষ্টি শুরু হয়। এতে বরগুনার নদী পাড়ের মানুষ বেশ দুশ্চিন্তায় রয়েছেন।


বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পায়রা নদীর পাড়ের বাসিন্দারা জানান, ভোর থেকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তারা সবাই আতঙ্কে রয়েছেন। সকাল হলেই পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় সাইক্লোন শেল্টারে গিয়ে আশ্রয় নেবেন। 

বরগুনা জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য বরগুনায় ৩৩৫টি সাইক্লোন শেল্টার খুলে রাখা হয়েছে। এতে অন্তত ২ লাখ মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারবে।এছাড়াও ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষতি পুষিয়ে উঠতে দুই'শ ২৬ বান্ডিল ঢেউটিন, চার'শ ২৩ মেট্রিক টন খাদ্য শষ্য, নগদ ১৩ লাখ ৯৬ হাজার টাকা, দুই হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে।

ব্রেকিংনিউজ/এনকে
(breakingnews)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget