মাকসুদা লিপি: গ্রীষ্মকালে কাঁঠালের গন্ধে ম ম করবে চারিদিক এটা নতুন কোনও বিষয় নয়। কিন্তু এমন অনেক জায়গা আছে, যেখানে কাঁঠালের গন্ধ পেলে ডাকা হয় দমকল। এমনই আজব ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়। ক্যানবেরায় লাইব্রেরিতে কাঁঠালের গন্ধের জন্য যা কাণ্ড ঘটল তা শুনে চমকে যাবেন যে কেউ।
কাঁঠালের গন্ধ বেরোতেই খালি করে দেওয়া হয় গোটা লাইব্রেরি। মনে করা হয়েছিল কোনও বিষাক্ত গ্যাস বেরোচ্ছে। প্রায় ৫৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় দমকলকেও। তন্নতন্ন করেও কোনও গ্যাসের হদিস মেলেনি। শেষে জানা যায় কাঁঠাল থেকে বেরোচ্ছে গন্ধ। ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। আজকাল
দক্ষিণ–পূর্ব এশিয়ায় কাঁঠালের গন্ধ নিয়ে নানা ঘটনা এর আগেও ঘটেছে। এমনকী সিঙ্গাপুরে তো কাঁঠালের গন্ধের কারণে একটি সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও বঙ্গে কাঁঠাল প্রীতির অন্ত নেই।
(amadershomoy)
একটি মন্তব্য পোস্ট করুন