সব জেলায় মেডিকেল টিম

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা দিতে দেশের সব জেলায় মেডিকেল টিম গঠন করছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ)।
রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় এই টিম গঠনের জন্য নিজ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছিলেন বিএমএ'র মহাসচিব ডাক্তার মো. এহতেশামুল হক চৌধুরী।

আজ শুক্রবার তার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের দেশব্যাপী সব শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য নেতৃবৃন্দের জানানো যাচ্ছে যে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগের সময় জনসাধারণের জরুরি স্বাস্থ্যসেবা দিতে নিজ নিজ জেলায় মেডিকেল টিম গঠন করুন। সিভিল সার্জন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের স্বাস্থ্যসেবায় কাজ করার বিশেষ অনুরোধ করা হচ্ছে।
তার অনুরোধে সাড়া দিয়ে বিভিন্ন জেলার নেতারা মেডিকেল টিম গঠন করে স্থানীয় সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে।
(jagonews24)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget