আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক রিয়াজ। তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী। আজ বুধবার (১২ জানুয়ারি) প্যানেলের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি একান্ত আলাপে বলেন, ‘আমি একজন অভিনেতা। এফডিসির প্রত্যেকটা শিল্পীর সাথে আমার সম্পর্ক ভালো। তারা চান আমি নির্বাচনে অংশ নেই। সেজন্যই এবার প্রার্থী হয়েছি।’
নির্বাচনে ‘প্রেমের তাজমহল’খ্যাত নায়ক রিয়াজ কাঞ্চন-নিপুণ প্যানেলে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন। তার বিপরীতে রয়েছেন হ্যাবি ওয়েট প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল ও নায়ক রুবেল।
কেন রিয়াজকে শিল্পীরা ভোট দেবেন জানতে চাইলে রিয়াজ বলেন, ‘আমি আজ পর্যন্ত কখনও অশ্লীল ছবি করিনি, রুচিহীন কোনো কাজ করিনি। কোনো শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। সব সময় মাটির মানুষ হয়ে শিল্পীদের পাশে থেকেছি। এসব দিক বিবেচনা করে নির্বাচনে সহ-সভাপতি পদে শিল্পীরা আমাকে ভোট দেবেন।’
রিয়াজ আরও বলেন, ‘পর্দার অভিনয় কেউ বাস্তবে চায় না। পাঁচ টাকা দান করে পঞ্চাশ টাকার পাবলিসিটি যারা করে তাদের ভোটাররা চায় না। বিশেষ এই পাবলিসিটি প্ল্যান আমাদের প্যানেলের কারও মধ্যে নেই। আমাদের অঙ্গীকার হচ্ছে সাহায্য সহযোগিতা কখনো নিজেদের ফেসবুকে দিয়ে পাবলিসিটি করবো না। সাধারণ মানুষের সামনে শিল্পীদের দুস্থ বানাতে চাই না। প্রত্যেক শিল্পীর আত্মমর্যাদা আছে। সেটাকে আমরা সম্মান জানাই।’
এদিকে চলচ্চিত্র পাড়ায় দানবীর হিসেবেই পরিচিত মনোয়ার হোসেন ডিপজল। শুধু শিল্পী নয়, যে কারো বিপদে এগিয়ে আসেন ডিপজল। রুবেলও বিভিন্ন সময় চলচ্চিত্র সংশ্লিষ্টদের পাশে থেকেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন