নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এক লাফে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে টিম টাইগার্স।
বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্ট শেষে আইসিসির হালনাগাদ পয়েন্ট টেবিলে দেখা যাচ্ছে ৩ ম্যাচ খেলে এক জয়ে ১২ পয়েন্ট ও ৩৩.৩৩ শতাংশ জয়ের হার নিয়ে টাইগাররা পাঁচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী একটি দল প্রতি টেস্ট জয়ের জন্য ১২ পয়েন্ট পাবে।
৩ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শতভাগ জয়ের হার নিয়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ২ টেস্ট জিতে শতভাগ জয়ের হার নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা, পয়েন্ট ২৪। ৪ ম্যাচে ৩৬ পয়েন্ট ও শতকরা ৭৫ ভাগ জয়ের হারে পাকিস্তান তিনে। ভারত ৫৩ পয়েন্ট পেলেও জয়ের শতকরা হার ৬৩.০৯ হওয়ায় চারে আছে।
বাংলাদেশের সমান ১২ পয়েন্ট পেয়ে জয়ের হার ২৫ শতাংশ হওয়ায় ছয়ে ওয়েস্ট ইন্ডিজ। একটি মাত্র ড্রয়ের সুবাদে ম্যাচ প্রতি ১১.১১ শতাংশ হারে ৪ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড রয়েছে সাতে। ইংল্যান্ড ৬ পয়েন্ট পেলেও তাদের শতাংশের হার ৭.১৪, তাদের অবস্থান আটে। একটি মাত্র টেস্ট খেলে পরাজয়ের স্বাদ পাওয়া সাউথ আফ্রিকা পয়েন্টের খাতাই খুলতে পারেনি।
একটি মন্তব্য পোস্ট করুন