ফেসবুকে যে কাজটি আর করা যাবে না

ব্যবহারকারীর তথ্য ফাঁসের অভিযোগ ফেসবুকের বিরুদ্ধে নতুন নয়। তবে নতুন খবর হলো ফেসবুকে ঘুরতে থাকা অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকে ব্যক্তিত্ব যাচাইয়ের যে লিঙ্কগুলো আসে, এবার সেগুলোকে একেবারে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই ধরনের একটি অ্যাপ থেকে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, ওই অ্যাপগুলোতে যে লিঙ্ক দেওয়া হতো সেখানে ক্লিক করলে ফেসবুক ব্যবহারকারীদের সব তথ্য চাওয়া হতো। না হলে ওই লিঙ্ক কাজ শুরু করত না। ফলে অনেকেই ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য ওই অ্যাপে ফেসবুকে থাকা সব তথ্য দিয়ে দিতেন।
এভাবেই তথ্য চুরি হয়ে যেত ব্যক্তিগত তথ্য। এ জন্য ফেসবুককেই দায়ী করেছেন অনেকে। তাদের বক্তব্য, ফেসবুক ওই সময় তথ্য চুরি ঠেকাতে কোনও ব্যবস্থা নেয়নি। ওই তথ্যগুলো কোথায় ব্যবহার হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা থাকলে আর সমস্যা হত না।
যদিও বছরখানেক আগেই ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সেই অনুযায়ী ফেসবুককে আরও সুরক্ষিত করা হচ্ছে।
(jagonews24)


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget