নিজের ছবির ব্যাপারে আপত্তি নিয়ে যা বললেন কবরী

মহিব আল হাসান : চলচ্চিত্রে সরকারি অনুদান দেওয়া নিয়ে গত ২৮ এপ্রিল অভিযোগ এনে তথ্য মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠান চার হেবিওয়েট সদস্য বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনূর রশীদ, খ্যাতিমান নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ড. মতিন রহমান।। এরপর বিষয়টি গণমাধ্যমে আসলে তা নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বেশ আলোচনা হয়। এরপরই আজ ১ মে তথ্য মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা প্রদান করেন।

অনুদান পাওয়া চলচ্চিত্র, ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর ‘এই তুমি সেই তুমি’ এবং একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রখ্যাত অভিনয়শিল্পী ড. ইনামুল হকের ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্র দুটি নিয়ে অভিযোগ ওঠেছে। এ চলচ্চিত্র দুটি অনুদান প্রদান নিয়ে ১১ সদস্যের অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।
অনুদান পাওয়া নিয়ে  নিজের ছবির ব্যাপারে  আপত্তি প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী কবরী।
নিজের ছবির ব্যাপারে আপত্তি প্রসঙ্গে অভিনেত্রী কবরী অামাদের সময় ডট কমকে বলেন, ‘মন্ত্রণালয়ে অনুদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক। চলচ্চিত্র ভালো মানের হওয়ার কারণে আমার চলচ্চিত্রটি অনুদান পেয়েছে। বিগতে দেখে আসছি ভালো নির্মাতার ছবি অনুদান পেলেই একটা চক্র কোনও না কোনও ভাবে বিরুদ্ধে অবস্থান নেন।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে এমন লোকদের চিহ্নিত করে বাদ দেওয়া উচিত ছিলো। এই ধরণের কাজ যারা করেন তাদের পদত্যাগ করা উচিত ছিল। এখন পদত্যাগ করা না করা সমান কথা। সবকিছু সুন্দরভাবে শেষ হওয়ার পর পদত্যাগ করতে চাওয়ায় বোঝা যায় যে, তাদের উদ্দেশ্য অসৎ।’
(amadershomoy)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget