এলিভেটেড এক্সপ্রেসওয়ে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়িত চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ শীর্ষক প্রকল্পের পোর্ট এরিয়া সংলগ্ন স্থানে বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পোর্ট ভবনে বন্দর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় চউকের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শাম্‌স, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, কমডোর খন্দকার আক্তার হোসেন সদস্য প্রকৌশল, মো. জাফর আলম যুগ্ম সচিব সদস্য (প্রশাসন ও পরিকল্পনা), মাহমুদুল হোসেন খান প্রধান প্রকৌশলী (সিভিল) ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স-রেনক্যান জেবি এর প্রকল্প ব্যবস্থাপক মনির হোসেন, ডিজাইন ইঞ্জিনিয়ার নূর সাদেক।


সভায় চউক প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের লে-আউট, ড্রয়িং ডিজাইন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয়। পোর্টের এলাকায় কাজের কর্মপরিধি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের লে-আউট, ড্রয়িং ডিজাইন নিয়ে বিশদ আলোচনা করা হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কোন প্রকার সমস্যা সৃষ্টি হতে পারে কিনা তা বিশদভাবে পর্যবেক্ষণ করে মতামত প্রদানের জন্য চউক এবং বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

(dainikazadi)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget