স্পোর্টস ডেস্ক : তিন বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন ভিক্টোরিয়া আজারেংকা। কিন্তু যুক্তরাষ্ট্রের চার্লসটন ওপেনের ফাইনালে পায়ের চোটের দরুন ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। শিরোপা ঘরে তুলেছেন গারবিন মুগুরুজা।
বর্তমান চ্যাম্পিয়ন মুগুরুজার কাছে প্রথম সেটে হেরে শুরু করেছিলেন আজারেংকা। ৬-১ গেমে হারার পরপর মেডিকেল টাইম আউট নিয়েছিলেন ডান কাফ মাসলে চোট অনুভব করায়। দ্বিতীয় সেটে চোট ভুগিয়েছে তাকে। ৩-১-এ পিছিয়ে থাকার পর আর খেলা চালিয়ে যেতে পারেননি।
গত কয়েকটা বছর ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় গেছে আজারেংকার। তার সবশেষ এককের ফাইনাল ছিল ২০১৬ সালের এপ্রিলে। সেবার ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি ওপেন দুটো শিরোপাই ঘরে তুলেছিলেন। এর দুই সপ্তাহ পরই ঘোষণা দেন মা হতে চলেছেন তিনি। সেই বছরের শেষে ছেলে লিওকে জš§ দেয়ার পর থেকে নানা ঝামেলা ঘিরে ধরে তাকে।
পরের বছর টেনিসে ফিরলেও ছেলেকে নিজের কাছে রাখতে শুরু করেন আইনি লড়াই। তাই এবার শিরোপার এত কাছে গিয়েও তা জিততে না পারায় চোখ ভিজে যায় আজারেংকার। অশ্রুসিক্ত নয়নে জানান, খুবই দুর্ভাগ্যজনক যে সেরাটা দিতে পারিনি। নিজের কাছে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।
(amadershomoy)
একটি মন্তব্য পোস্ট করুন