জাবির দুই শিক্ষকের আবেদন নিষ্পত্তির নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বাংলা বিভাগে দুইজন অধ্যাপক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য বরাবর করা আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ নির্দেশ দেন। আবেদনটি করেছেন ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার।



এর আগে গত ১৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০৪তম সিন্ডিকেট সভায় ড. হিমেল বরকত ও ড. ফারহানা আখতারকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের ওই সিদ্ধান্তে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব বরাবর একটি আবেদন করা হয়।
তবে সে আবেদনের সাড়া না পেয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য বরাবর আরেকটি আবেদন করা হয়। এরপরও ওই আবেদনের কোনো জবাব না পাওয়া হাইকোর্টে রিট করেন দুই শিক্ষক

(amadershomoy)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget