এস এম নূর মোহাম্মদ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বাংলা বিভাগে দুইজন অধ্যাপক নিয়োগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য বরাবর করা আবেদন ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ নির্দেশ দেন। আবেদনটি করেছেন ড. নাজমুল হাসান তালুকদার ও ড. রেজাউল করিম তালুকদার।
এর আগে গত ১৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০৪তম সিন্ডিকেট সভায় ড. হিমেল বরকত ও ড. ফারহানা আখতারকে অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের ওই সিদ্ধান্তে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সচিব বরাবর একটি আবেদন করা হয়।
তবে সে আবেদনের সাড়া না পেয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য বরাবর আরেকটি আবেদন করা হয়। এরপরও ওই আবেদনের কোনো জবাব না পাওয়া হাইকোর্টে রিট করেন দুই শিক্ষক
(amadershomoy)
একটি মন্তব্য পোস্ট করুন