খোকন আহম্মেদ হীরা : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসা থেকে ৯৩ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার রায়ের নেতৃত্বে থানা পুলিশ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জানান, জেলেদের জন্য দেওয়া সরকারের বিশেষ খাদ্য সহায়তার চাল চেয়ারম্যানের বাসায় মজুত করা হয়েছে এ খবর পেয়ে কাজিরহাট থানার পুলিশ নিয়ে চেয়ারম্যান মনির হাওলাদারের বাসায় অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে ৯৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। অভিযানের সময় চেয়ারম্যান মনির হাওলাদার ঢাকায় অবস্থান করায় তাকে পাওয়া যায়নি। তাছাড়া জেলেদের বরাদ্দের চাল তার বাসায় কিভাবে গেল সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। ইউএনও আরও জানান, বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।
(amadershomoy)
একটি মন্তব্য পোস্ট করুন