চাঁদে হারিয়ে গেল ইসরায়েলের মহাকাশযান

চাঁদে অবতরণের সময় ইসরাইলের একটি মাহাকাশযান বিধ্বস্ত হয়ে নিখোঁজ হয়েছে। বেরেশিট নামের ওই মহাকাশযানটি অবতরণের আগে ইঞ্জিনের কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়।

শুক্রবার (১২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, চাঁদের বিভিন্ন ছবি তোলা ও পরীক্ষা-নিরীক্ষা চালানোই ছিল এই মহাকাশযান পাঠানোর মিশন। কিন্তু সেই মিশন পূরণ হলো না ইসরায়েলের।



সাত সপ্তাহ যাত্রা শেষে চন্দ্রপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটারে শেষ কক্ষপথে পৌঁছানোর চেষ্টা চালিয়েছিল মহাকাশযানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে মহাকাশযান পাঠাতে সফল প্রচেষ্টা চালিয়েছিল। সেই তালিকায় চতুর্থ দেশ হিসেবে নিজেদের নাম লেখাতে চেয়েছিল ইসরায়েল।

গত ২২ ফেব্রুয়ারি ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে মহাকাশযানটি।

(somoynews)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget