ঢাকা: বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির সব আয়োজন পণ্ড করে দিয়েছে কালবৈশাখী ঝড়। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দেখা যায়, পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশ মেতে উঠলেও বরাবরের মতো কিছুটা চৈত্র সংক্রান্তিতে ব্যতিক্রম আয়োজন করে শিল্পকলা একাডেমি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক মাসুদ সুমন বাংলানিউজকে বলেন, একাডেমি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির উৎসব ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে। তবে রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান সকাল ৮টায় শুরু হবে। আর বিকেলে হবে একডেমি প্রাঙ্গণে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিসিজি/এমএ
(banglanews24)
জিসিজি/এমএ
(banglanews24)
একটি মন্তব্য পোস্ট করুন