কয়েক দিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20। এই ফোন থেকে কিছু ফিচার সরিয়ে পোল্যান্ডে লঞ্চ হল Galaxy A20e। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক Samsung ফোনের মতোই Galaxy A20e ফোনে থাকছে Infinity-V ডিসপ্লে। অর্থাৎ ডিসপ্লের উপরে চোট নচ থাকছে। এছাড়াও এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের Samsung Galaxy A20e ।
Samsung Galaxy A20e স্পেসিফিকেশন
Samsung Galaxy A20e ফোনে থাকছে 5.8 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20e ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
Samsung Galaxy A20e ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A20e ফোনে থাকছে 3,000 mAh ব্যাটারি আর থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
কমেন্ট
(gadgets.ndtv)
একটি মন্তব্য পোস্ট করুন