২৯ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় পর্বের অভিযানে ২৫তম দিনের অভিযানে ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার সাভার থানার আওতাধীন বিরুলিয়া এলাকায় বড়কাঁকর ও দেউন মৌজায় এ অভিযান চালানো হয়।


বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আরিফ হাসানাত জানান, ২৫তম দিনের অভিযানে মোট ২৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে পাকা একতলা দুটি, আধা পাকা ১১টি, পাকা সীমানা প্রাচীর ৪টি, টিনের ঘর ১০টি, পার্ক দুটি। এ ছাড়া জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। অভিযানে অবমুক্তকৃত তীরভূমি প্রায় ২ একর।
এর আগে ২৯ জানুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত সময়ে ২১ কার্যদিবসে বুড়িগঙ্গার কামরাঙ্গীরচর এলাকা থেকে শুরু করে ধারাবাহিকভাবে মিরপুরের বেড়িবাঁধ এলাকার জহুরাবাদ পালপাড়া পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, এ সময়ে মোট ৩৪১টি পাকা স্থাপনা, ৪০৩টি আধা পাকা, ১৬৬টি পাকা সীমানা প্রাচীরসহ ২ হাজার ৭১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
(jagonews24)

এএস/এনএফ/এমএস

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget