ডুবতে যাওয়া সিমেন্টবাহী ট্রলার উদ্ধার করল ......

ডুবতে যাওয়া সিমেন্টবাহী ট্রলারটি
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ডুবতে যাওয়া এক হাজার ২শ বস্তা সিমেন্টবাহী একটি ট্রলারকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
বুধবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পানগুছি নদী সংলগ্ন মোরেলগঞ্জ বাজারের ব্রিজের নিচে ধারণ ক্ষমতার থেকে অতিরিক্ত সিমেন্টের বস্তা বহনের কারণে ট্রলারটি ডুবে যাচ্ছিল।

খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্থানীয় লোকদের সহায়তায় ট্রলারটি উদ্ধার করে।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদ বাংলানিউজকে বলেন, ওভার লোডের কারণে এক হাজার ২শ বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটির অর্ধেক ডুবেছিল। ট্রলারটি ডুবতে দেখে সিমেন্টের মালিক শহিদুল ইসলাম অচেতন হয়ে পড়েন। 
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ট্রলারে পাম্প বসিয়ে এবং সিমেন্ট খালাস করে ট্রলারটিকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জিপি
ক্লিক করুন, আরো পড়ুন :   বাগেরহাট

(banglanews24)


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget