পহেলা বৈশাখের দিনও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট : পহেলা বৈশাখ, বঙ্গাব্দের প্রথম দিন। বাংলা বর্ষবরণের এ দিন সারাদেশে থাকে উৎসবের আমেজ। এ দিন অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকে। তবে এবার পহেলা বৈশাখের দিনেও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) অধীনের বার্ষিক পরীক্ষা এই দিন অনুষ্ঠিত হবে। (বাংলা ট্রিবিউন)

জানা গেছে, হিজরি বর্ষপঞ্জি হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বেফাক। বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভার সুপারিশ ও মজলিশে আমেলার সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ২ শাবান (১৪৪০ হিজরি) অনুসারে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়। সে সময় নির্ধারিত পরীক্ষার রুটিনে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনেও পরীক্ষার তারিখ ছিল।
পরবর্তীতে ১১ এপ্রিল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সব পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে সেদিনের পরীক্ষা ১৭ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয়। তবে ঘণ্টাখানেকের মধ্যে সিদ্ধান্ত বদলায় বেফাক। বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরব্বিদের পুনরায় সিদ্ধান্ত অনুসারে ১৪ এপ্রিলের পরীক্ষা বহাল রাখা হলো।
একটি কওমি মাদ্রাসারা শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবসে কওমি মাদ্রাসাগুলোতে ছুটি থাকে। এর বাইরে অন্য দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়। পহেলা বৈশাখের দিনে অতীতে কোনও মাদ্রাসায় পরীক্ষা হয়নি তবে মাদ্রাসাগুলোর স্বাভাবিক কার্যক্রম চলেছে। এবারই প্রথম পহেলা বৈশাখের দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এ প্রসঙ্গে বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘পরীক্ষার সময়সূচি নির্ধারণ একটি জটিল কাজ। তবে পহেলা বৈশাখের দিন পরীক্ষা আছে কিনা আমার জানা নেই।’
(amadershomoy)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget