প্রিয়.কম) রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে পুলিশ মোতায়েন করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।
১৫ এপ্রিল, সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত।বিষয়টি প্রিয়.কমকে জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে।’ আজকে শুনানির জন্য ছিল। আমরা সময় নিয়েছি। আগামীকাল শুনানি করব।’এর আগে গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে পুলিশ মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে আগামী সাত দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে, সে জন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি), বিএসটিআইয়ের চেয়ারম্যান, র্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত বলেছে, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণেই মানুষের শরীরে রোগ-ব্যাধি সৃষ্টি হচ্ছে।
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
(priyo)
একটি মন্তব্য পোস্ট করুন