কক্সবাজারের জিলানী মার্কেটের ছাদে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণ পাড়ে জিলানী মার্কেটের ছাদে আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার (১৩ এপ্রিল) দুপুর দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, দুপুরে হঠাৎ জিলানী মার্কেটের ছাদের ওপর দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে লালদীঘির পানি দিয়ে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। তবে এই ঘটানায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষতি হয়নি।জিলানী মার্কেটের নিচ তলার ব্যবসায়ী শাহাজাহান জানিয়েছেন, মার্কেটে কাপড়ের দোকান, মোবাইল, কম্পিউটার ও সুপার শপ রয়েছে। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় তলায় আছে বিভিন্ন মোবাইল সেট কোম্পানির গুদাম। এছাড়াও চতুর্থ তলায় রয়েছে আবাসিক হোটেল। যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত, তাহলে বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতো ব্যবসায়ীরা।

কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। যদি পাশের লালদীঘির পানি না থাকতো, তাহলে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়তো।’ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

(banglatribune)

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget