Latest Post

রাজধানীর হাতিরঝিলের একাংশে গড়ে ওঠা তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে ফের সময় দিয়েছে রাজউক। ভবনে অবস্থানরত অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক এ সময় দেয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল তিনটার মধ্যে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।



রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর ভবনটির মালামাল সরিয়ে নিতে সুযোগ দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে রাজউক।
রায়হানুল ফেরদৌস বলেন, গত মঙ্গলবার মালপত্র সরিয়ে নেওয়ার পরও কিছু প্রতিষ্ঠানের মালপত্র থেকে গেছে বিজিএমইএ ভবনে। সেগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দিতেই আজ (বৃহস্পতিবার) বিজিএমইএ ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো বিকাল ৩টা পর্যন্ত তাদের মালামাল সরিয়ে নিতে পারবে।

(banglatribune)

পাকিস্তানের বেলুচিস্তানে অন্তত ১৪ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। করাচি থেকে গুয়াদারে যাওয়ার সময় পথিমধ্যে একটি প্রত্যন্ত অঞ্চলে জোরপূর্বক বাস থেকে নামিয়ে তাদের গুলি করে মুখোশধারী বন্দুকধারীরা। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এ হামলা ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইমেইলেকটি বিচ্ছিন্নতাবাদী উপজাতি গোষ্ঠী
  পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানভিত্তিক একটি বিচ্ছিন্নতাবাদী উপজাতি গোষ্ঠী





নিহতদের মধ্যে নৌবাহিনী ও কোস্টগার্ডের একজন করে সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দায় স্বীকারকারী গোষ্ঠীটি জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যদের পরিচয় নিশ্চিত হয়েই তাদের হত্যা করা হয়েছে।

বন্দুকধারীরা আধাসামরিক বাহিনীর পোশাক পরিহিত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের মরদেহগুলো বেলুচিস্তানের ওরামারা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি চিকিৎসক মোহাম্মদ মুসা জানিয়েছেন, নিহত ১৪ জনের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বেশিরভাগেরই মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, প্রথমে ১৫ থেকে ২০ জন মুখোশধারী পাঁচ-ছয়টি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র তল্লাশি করে। একপর্যায়ে ১৬ জনকে গাড়ি থেকে নামিয়ে ফেলে। এ সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন বাসের ১৪ আরোহী। আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন দুইজন। তারা দ্রুত স্থানীয় সেনা ক্যাম্পে খবর দেন।
(banglatribune)

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে নিয়ে জাগো নিউজের প্রতিবেদনে ক্রিকেটাঙ্গনে তোলপাড়। আজ (বুধবার) দুপুরে জাগো নিউজে প্রকাশিত হয়েছে তাকে দলে রাখতে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে এসএমএস করেছিলেন তাসকিন।
জাগো নিউজের এই স্পর্শকাতর প্রতিবেদনটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর চারপাশে গুঞ্জন ফিসফাঁস-আসল ঘটনা কী?


বলার অপেক্ষা রাখে না, হাওয়া থেকে পাওয়া খবর নয়। মিরপুর স্টেডিয়াম ও তার আশপাশ এবং ক্রিকেট ক্লাবপাড়ার বাতাসে ভাসা গুঞ্জনও নয়। উপরে যাদের কথা বলা হয়েছে, তাদের প্রায় সবার দেয়া তথ্যের আলোকেই জাগো নিউজের ওই প্রতিবেদন। জাগো নিউজকে তারা নিশ্চিত করে জানিয়েছিলেন, তাসকিন যেচে তাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছিলেন।

এদিকে দুপুর গড়িয়ে বিকেল নামতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভায় যোগ দিতে এসে সেগুনবাগিচায় আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে আলাপে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও হঠাৎ বলে উঠেন, ‘তাসকিনের সাথে আমার কথা হয়েছে।’ বিসিবি সভাপতি তার কাছে জানতে চান, কেন আজ লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচে খেলেননি।বলার অপেক্ষা রাখে না, দীর্ঘ সময়ের ইনজুরি ও রিহ্যাব কাটিয়ে ছন্দে ফিরতে পারেননি তাসকিন। উত্তরা স্পোর্টিংয়ের বিপক্ষে প্রত্যাবর্তন ম্যাচে ৫ ওভার বল করে ৩৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর মোহামেডানের বিপক্ষে ম্যাচ খেলেননি। একাদশে ছিলেন না আজ (বুধবার) শেখ জামালের বিপক্ষে রূপগঞ্জের সুপার লিগের লড়াইয়েও।
জাতির জনক, বাংলাদেশের রূপকার ও স্থপতি বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভায় বিশ্বকাপ স্কোয়াড ও বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি তাসকিন প্রসঙ্গের অবতারণাই বলে দিচ্ছে, জাতীয় দলের এই পেসার তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
সেটা যে গুজব নয়, তার প্রমাণ দিলেন তাসকিন নিজেই বুধবার রাতে এই প্রতিবেদককে ফোন করে। রাত সোয়া ৮টা নাগাদ জাগো নিউজের এই প্রতিবেদককে ফোন দিয়ে তাসকিন ওই ঘটনায় আত্মপক্ষসমর্থন করে বলেন, ‘আমি এসএমএস করিনি। আমাকে দলে নেয়ার জন্য তদবিরও করিনি। তবে আমি নির্বাচক ও সংশ্লিষ্ট কয়েকজনকে নিজে ফোন করেছি এবং তাদের কাছ থেকে দোয়া ও শুভকামনা চেয়েছি। এর বাইরে অন্য কিছু করিনি। এটা যদি দলে থাকার তদবির হয়, তবে আমার কিছু বলার নেই।’
বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ডান হাতি এই পেসার আরও দাবি করেন, ‘আমি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে যেদিন প্রথম ম্যাচ খেলতে নামি, মূলত সেদিনই প্রথম কল দিয়েছিলাম।’
ওই ম্যাচের পর দুই ম্যাচ মাঠের বাইরে। এর মধ্যে তিনি আর নির্বাচক ও বোর্ড কর্তাদের ফোন বা এসএমএস করেছিলেন কি না- তা অবশ্য বলেননি তাসকিন।
(jagonews24)

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেয়ায় দেশটিতে আলোচনা-সমালোচনা চলছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদকে নিয়ে। ইতোমধ্যে মডেল কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে ভারতীয় ভিসা বাতিল হয়েছে তার। মঙ্গলবার রাত ১০টায় ঢাকায় ফেরেন তিনি। দেশে ফেরার পর বিষয়টি নিয়ে নীরব ছিলেন ফেরদৌস। আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই অভিনেতা।



ফেরদৌস এক বার্তায় বলেন, আমি চিত্রনায়ক ফেরদৌস। অভিনয় শিল্প আমার একমাত্র নেশা ও পেশা। অভিনয় শিল্পের মাধ্যমে বাংলাভাষী সবার মধ্যে মেলবন্ধ তৈরিতে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আমার ভাবতে ভালো লাগে আমি দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। দুই বঙ্গের মানুষের সংস্কৃতি ও জীবনাচারে অনেক সাদৃশ্য রয়েছে। আবার ভারত বহু কৃষ্টি-কালচারের সমন্বয়ে সমৃদ্ধ একটি দেশ।১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। পাশাপাশি ভারতের জনগণের ত্যাগ-তিতিক্ষা আমাদের চিরঋণী করে রেখেছে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। এখানকার সাংস্কৃতিক অঙ্গনের অনেক শিল্পী, সাহিত্যিক আমার বন্ধু। যাদের সঙ্গে আমি সবসময় হৃদ্যতা অনুভব করি। এ জন্য বিভিন্ন সময় কারণে-অকারণে আমি এখানে চলে আসি।
ভারতে জাতীয় নির্বাচন হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের এই নির্বাচন পূর্বের মতো সারা বিশ্বে সাড়া ফেলেছে। এই সময় আমি ভারতে অবস্থান করছিলাম। সকলের মতো আমারও আগ্রহের জায়াগায় ছিল এই নির্বাচন। ফলে ভাবাবাগে তাড়িত হয়ে পশ্চিমবঙ্গের একটি নির্বাচনী প্রচারণায় আমি আমার সহকর্মীদের সঙ্গে অংশগ্রহণ করি। এটা পূর্বপরিকল্পনার কোনো অংশ ছিল না।
শুধুমাত্র আবেগের বশবর্তী হয়ে আমি অংশগ্রহণ করেছি। কারও প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন বা কোনো বিশেষ দলের প্রচারণার লক্ষ্যে নয়, আবার কারও প্রতি অসম্মান প্রদর্শন করাও আমার উদ্দেশ্য নয়। ভারতের সব রাজনৈতিক দল এবং নেতার প্রতি আমার সম্মান রয়েছে। আমি ভারতের আইনের প্রতি শ্রদ্ধাশীল।
আমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমার ভালোবাসা অগাধ। সেই ভালোবাসা আমাকে আবেগতাড়িত করেছে। আমি বুঝতে পেরেছি, আবেগের বশবর্তী হয়ে সহকর্মীদের সঙ্গে এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাটা আমার ভুল ছিল। যেটা থেকে অনেক ভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকে ভুলভাবে নিয়েছেন। আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক।
একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই উচিত নয়। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থনা করছি। আশাকরি, সংশ্লিষ্ট সবাই আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

(jagonews24)

রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচটিসহ ৬৬ প্রতিষ্ঠানকে ‘জাতীয় রফতানি ট্রফি’ দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০১৬-১৭ অর্থবছরের রফতানিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ ট্রফি দেয়া হবে। সোমবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৫-২০১৬ অর্থবছরেও প্রাণ-আরএফএল গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এ ট্রফি পেয়েছে।প্রজ্ঞাপনের জাতীয় রফতানি ট্রফি প্রাপ্তির তালিকা অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে সর্বোচ্চ রফতানিকারক ৬৬ প্রতিষ্ঠানকে এ ট্রফি দেয়া হবে। সম্মিলিতভাবে ২০১৬-১৭ অর্থবছরে সবচেয়ে বেশি রফতানি করে সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বর্ণপদক পেতে যাচ্ছে তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড। এর আগের কয়েক অর্থবছরও এই পদক পায় প্রতিষ্ঠানটি।
জাতীয় রফতানি ট্রফি নীতিমালা অনুসারে এবার তৈরি পোশাক (ওভেন ও নিটওয়্যার), সব ধরনের সুতা, টেক্সটাইল ফেব্রিক্স, হোম স্পেশালাইজড ও টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, কৃষিজাত পণ্য (তামাক বাদে), কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ফুল ও ফলিয়েজ, হস্তশিল্পজাত পণ্য, প্লাস্টিক পণ্য, সিরামিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, অন্যান্য শিল্প পণ্য, ওষুধ, কম্পিউটার সফটওয়্যার, প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলভুক্ত (ইপিজেড) শতভাগ দেশি মালিকানার কারখানাসহ মোট ২৮টি শ্রেণিতে এই পদক দেয়া হবে।
২০১৬-১৭ অর্থবছরের সেরা রফতানিকারক হিসেবে এগ্রো প্রসেসিং পণ্য (তামাকজাত পণ্য ব্যতীত) রফতানিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য চূড়ান্ত হওয়া তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটিই প্রাণ-আরএফএল গ্রুপের। এর মধ্যে প্রাণ এগ্রো লিমিটেড স্বর্ণপদক এবং একই গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড ব্রোঞ্জ পদক পাচ্ছে।
এছাড়া প্লাস্টিক পণ্য রফতানিতে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপের ডিউরেবল প্লাস্টিকস লিমিটেড ও অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড। পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানিতেও রৌপ্য পদক পাচ্ছে একই গ্রুপের প্রতিষ্ঠান মেসার্স রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে রফতানি গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের খ্যাতিমান আরও ৬০ প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রফতানি বাণিজ্যে উৎসাহ দেয়া এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির উদ্দেশে বিভিন্ন খাতে রফতানি পদক দেয়া হয়। এ ক্ষেত্রে রফতানি আয়, আয়ের প্রবৃদ্ধি, নতুন পণ্য সংযোজন, নতুন বাজার ও পরিবেশসম্মত উৎপাদন পরিবেশকে বিবেচনায় নেয়া হয়। বাণিজ্য সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি এসব সূচক বিশ্লেষণের মাধ্যমে জাতীয় রফতানি ট্রফির জন্য যোগ্য প্রতিষ্ঠানকে নির্বাচিত করে। ইপিবি, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এফবিসিসিআইসহ গুরুত্বপূর্ণ ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।
(jagonews24)

রাজধানীর মালিবাগ রেল গেটের পাশের কাঁচা বাজারে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল ৫টা ২৭ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন। 


এর আগে বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় একটি ভবনের গোডাউনে আগুন লাগে। পরে রাত ১টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির বলেন, উত্তর কুতুবখালীর বায়তুল মামুর জামে মসজিদের পাশের গলিতে একটি ভবনের নিচতলায় আগুন লাগে। এখানে টেলিভিশনের গোডাউন ছিল। ভবনের ৬ ও ৭ তলায় মাদরাসার শিক্ষার্থী থাকতো। কোনো হতাহতের সংবাদ পাইনি। তবে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়েছেন।গত ২৮ মার্চ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারের ভয়াবহ আগুনে ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। আহত হন আরও ৭৩ জন।
এর দুইদিন পরই ৩০ মার্চ গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে মার্কেটের কাঁচাবাজার পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে।

(jagonews24)

বড়সড় বিলাসবহুল গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বের হলে প্রায় সময় তা আনন্দের চেয়ে ঝামেলাই বেশি বয়ে আনে। আর তা মাথায় রেখেই জেনেসিস মিন্ট নামে ক্ষুদ্রাকার বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা করছে হুন্দাইয়ের বিলাসবহুল গাড়ি নির্মাণ শাখা জেনেসিস।

 গত মঙ্গলবার এ ধরনের একটি গাড়ির নকশা উন্মোচন করেছে জেনেসিস। গাড়িটিতে থাকবে দুটি আসন ও দুটি দরজা। সেডানের মতো ছোট বডি থাকলেও তাতে প্রথাগত কোনো ট্রাংক থাকবে না। পেছনের আসন ও ট্রাংকের পরিবর্তে গাড়িটিতে কার্গো বা লাগেজের জন্য একটি ডিপ শেলফ থাকবে। জেনেসিসের বৈশ্বিক প্রধান ম্যানফ্রেড ফিতজজেরাল্ড আশা করছেন, প্যারেন্ট কোম্পানি হুন্দাই মোটর গ্রুপ অনুমোদন দিলে ২০২২ সালের মধ্যেই তারা জেনেসিস মিন্ট উৎপাদনে যাবে

(bonikbarta)

রুবেল হোসেনের বিধ্বংসী বোলিংয়ে জোরেই ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়টি এসেছিল। এবারও তার ওপর ভরসা রাখছে বাংলাদেশ। আছেন ইংল্যান্ড বিশ্বকাপের ১৫ সদস্যের দলে। দুর্দান্ত গতিতে বোলিং করার সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে সেরা পাঁচ বোলারের একজন হওয়ার লক্ষ্য তার।





‘আমি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন থেকে খেলছি। অবশ্যই আমার স্বপ্ন থাকবে যেন বিশ্বকাপে পাঁচজনের মধ্যে থাকতে পারি। সে ধরণের লক্ষ্য আমার আছে। দেখা যাক। আর আমাদের নয়টি ম্যাচ আছে। সুতরাং আমাদের সুযোগ বেশি। কারণ বড় বড় দলগুলো সবার সাথে আমাদের খেলা আছে। আমরা যদি তাদের বিপক্ষে জিততে পারি অথবা সেভাবে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।’
গত দুটি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রুবেল। এবার হতে যাচ্ছে তৃতীয় বিশ্বকাপ। ১০ বছরের ক্যারিয়ারে ৯৬ ওয়ানডে খেলে নিয়েছেন ১২২ উইকেট। হয়ে উঠেছেন অভিজ্ঞদের একজন। যে কারণে তার কাঁধের ওপর থাকবে প্রত্যাশা চাপও।দায়িত্ব তো অবশ্যই অনেক থাকবে। আমি যদি সুস্থভাবে যেতে পারি তাহলে এটি আমার তৃতীয় বিশ্বকাপ হবে। সুতরাং অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে এবং আছে। আমি চেষ্টা করবো যেন এর আগে যে দুটি বিশ্বকাপ খেলেছি এবং বিগত ভালো ম্যাচগুলো আছে সেগুলো স্মরণ করার চেষ্টা করব। আর ভালো খেলার চেষ্টা করব।’
সাইড স্ট্রেইনের চোটের কারণে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারছেন না রুবেল। আবাহনীর আকাশী-নীল জার্সিতে সবশেষ সাত ম্যাচ খেলতে পারেননি এ পেসার। সাভারের বিকেএসপিতে আবাহনী যখন মোহামেডানের সঙ্গে লড়ছে রুবেল তখন মিরপুরে নিজেকে প্রস্তুত করছেন মাঠে ফেরার তাগিদে।
খারাপ সময় কাটিয়ে বিশ্বকাপে দারুণ কিছু করার স্বপ্ন রুবেলের, ‘মানুষের জীবনে ভালো এবং খারাপ সময় থাকে। তবে এই বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া। এটাই আরকি, বিশ্বকাপে যখন ম্যাচ খেলার সুযোগ পাব, তখন আপ্রাণ চেষ্টা থাকবে। ঐ ম্যাচটিতে যেন আমি ভালো বোলিং করতে পারি, দলের জন্য যেন ভালো কিছু করতে পারি। দলের প্রয়োজনে উইকেট বের করার আপ্রাণ চেষ্টা করব আমি।’
(channelionline)

এই সময় ডিজিটাল ডেস্ক: টাইম পত্রিকার বিচারে বিশ্বের প্রথম একশো জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেলেন রিলায়েন্স ইন্ডাসট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর সঙ্গেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন অরুন্ধতী কাটজু ও মেনকা গুরুস্বামী। 








টাইম ১০০ তালিকায় মুকেশ আম্বানির পরিচয় লিখতে গিয়ে মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রা উল্লেখ করেছেন যে, বাবা ধীরুভাই আম্বানির চেয়েও অনেক বেশি অনেক বেশি উচ্চাকাঙ্খী ও সুদূরপ্রসারী মুকেশের চিন্তাধারা। যদিও প্রতিটি নতুন প্রকল্পের উদ্বোধনের সময়েই বাবাকে স্মরণ করেন ভারতের এক নম্বর শিল্পদ্যোগী। 

অন্য দিকে ভারতে এলজিবিটি সম্প্রদায়ের তরফে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কারণে বুধবার প্রকাশিত টাইম তালিকায় স্থান পেয়েছেন অরুনধতী কাটজু ও মেনকা গুরুস্বামী। 

এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা, শিল্পপপতি, রাজনীতিক, শিল্পী-সহ বিশ্বের তাবড় ব্যক্তিত্ব। এঁদের মধ্যে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী িমরান খান, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কৌতুকশিল্পী হাসান মিনহাজ।

(eisamay)

ঢাকা: 
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের উন্নয়নে ঢাকায় অবস্থানরত কনস্যুলাররা বিশেষ ভূমিকা রাখতে পারেন। সবাই একযোগে কাজ করলে দেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব।বুধবার (১৭ এপ্রিল) রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 




পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের জন্য কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য শক্তিশালী অঙ্গীকার প্রয়োজন। তবে সেই অঙ্গীকার বর্তমান সরকারের রয়েছে। দেশের উন্নয়নে আমরা আপনাদের পাশে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এটা মানবতার একটি উদাহরণ। আমরা মানবিক রাষ্ট্র হতে চাই। সবার উপরে মানুষ। এটাই আমরা লালন করতে চাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকার কূটনৈতিক মিশনের ডিন ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ কোচারি, সিসিবি সভাপতি কে এম মুজিবুল হক, সেক্রেটারি জেনারেল হয়েছেন শামস মাহমুদ, চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী। 
(banglanews24)

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত বাংলাদেশি জেলেরা এক দিন পর ফিরেছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ায় ট্রলারসহ তারা ফিরে আসেন। তবে মুক্তিপন দিয়ে তারা ফিরেছন বলে খবর পাওয়া গেছে।

এদিকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি মিয়ানমার বিজিপির পক্ষ থেকে অস্বীকার করে আসছিল বলে জানিয়েছিলেন টেকনাফ-২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।
তিনি জানান, জেলেদের ফেরত আসার বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই।
ফিরে আসা জেলেরা হলেন- আজিম উল্লাহ মাঝি, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ বাজার পাড়ার বাসিন্দা। এরমধ্যে মোহাম্মদ হাসান পুরানো রোহিঙ্গা। তিনি মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফে আশ্রয় নেন।
এ প্রসঙ্গে টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য ফজলুল হক বলেন, নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমারের বিজিপির হাতে আটক জেলেরা রাতে ফিরেছে বলে স্থানীয়দের কাছ শুনেছি। হয়তো টাকা বিনিময়ে তারা ফিরেছেন। তবে তিনি বিষয়টি আরো খতিয়ে দেখছেন।
ট্রলারের মালিক আমান উল্লাহ বলেন, নাফনদী থেকে তার ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া জেলেরা ফিরেছেন। অপহৃত জেলেদের ছাড়তে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করেছিল বলে অভিযোগ তার।
স্থানীয়রা জানায়, নাফনদীতে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া জেলেরার রাতে ফিরেছেন।
মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহ মালিকাধীন একটি ট্রলারে করে চার মাঝিমাল্লাহ নাফনদীতে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে একটি স্পিড বোর্ট যোগে এসে বিজিপি অস্ত্রের মুখে তাদের নিয়ে যায়।
প্রসঙ্গত, ২০১৭ সালে ২৫ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ও মাদক ঠেকাতে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরা বন্ধ রাখে স্থানীয় প্রশাসন। তবুও পেটের তাগিদের জেলেরা মাঝে মধ্যে মাছ শিকারে যান। 
(samakal)

টাইম ম্যাগাজিন বুধবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ঠাঁই পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং মিশরের ফুটবলার মোহাম্মদ সালাহ।
এবার প্রভাবশালী ব্যক্তিদেরকে এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিনটি। ক্যাটাগরিগুলো হলো পাইওনিয়ারস, আর্টিস্টস, লিডারস, আইকনস ও টাইটানস। ইমরান ও সালাহ আছেন যথাক্রমে লিডারস ও টাইটানস ক্যাটাগরিতে।

পাইওনিয়ারস ক্যাটাগরিতে আছেন সান্ড্রা ওহ, ক্রিসি টেইগেন, সামিন নোসরাত, নাওমি ওসাকা, লিন নোট্যাগ, বারবারা রায়ে-ভেন্টার, জে ও’নিয়াল, এমিলি কামার, ইন্ডিয়া মুর, মাসিমো বটুরা, নিনজা, লিয়াহ গ্রিনবার্গ, এজরা লেভিন, টারা ওয়েস্টোভার, হি জিয়ানকুই, শেপ ডোয়েলেমান, মারলন জেমস, হাসান মিনহাজ, অরুন্ধতি কাতজু, মেনকা গুরুস্বামী, ফ্রেড সাওয়ানিকার, আড্যাম বোয়েন, জেমস মোনসিস এবং এইলিন লি।
আর্টিস্টস ক্যাটাগরিতে আছেন ডায়ানে জনসন, এমিলিয়া ক্লার্ক, জোয়ান্না, চিপ গেইনেস, গ্লেন ক্লোস, ওজুনা, ইয়ালিটজা অ্যাপারিসিও, রেজিনা কিং, বিটিএস, অ্যারিয়ানা গ্রান্ড, রামি মালেক, ড্রিম হ্যাম্পটন, ক্লার ওয়েইট কেলার, খালিদ, ব্রি লারসন, মাহেরশালা আলি, লুচিটা হুরটাডো এবং রিচার্ড ম্যাডেন।
লিডারস ক্যাটাগরিতে আছেন ন্যান্সি পেলোসি, অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডোর, জুয়ান গুয়াইদো, ব্রেট কাভানফ, ঝাং ইমিং, পোপ ফ্রান্সিস, ইমরান খান, রবার্ট মুলার, জেইর বোলসোনারো, ডোনাল্ড ট্রাম্প, অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্টেজ, অ্যাবি আহমেদ, জেন গুডল, হোয়েসুং লি, সি চিনচিং, ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদ, মাহাথির মোহাম্মদ, ঝাং কেজিয়ান, গ্রেটা থুনবার্গ, জেসিন্ডা আরডার্ন, মিচ ম্যাককনেল, বেনজামিন নেতানিয়াহু, উইলিয়াম বার, লিয়ানা ওয়েন, সিরিল রামাফোসা এবং ম্যাটেও সালভিনি।
আইকনস ক্যাটাগরিতে আছেন টেইলর সুইফট, ক্রিস্টিনে ব্ল্যাসি ফোর্ড, লেডি গাগা, মারিয়া রেসা, গ্রেইন গ্রিফিন, এইল্বহে স্মিথ ও অর্লা ও’কনোর, মিশেল ওবামা, ডেভিড হকনি, রাধিয়া আলমুটাওয়াকেল, কাস্টার সেমেনিয়া, লৌজাইন আল-হাথলৌল, স্পাইক লি, ডেসমন্ড মিয়াড, পিয়ের্পাওলো পিচ্চিওলি এবং মিরিয়ান জি।
টাইটানস ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সালাহ, গেইল কিং, জিয়ান গ্যাং, অ্যালেক্স মরগ্যান, মুকেশ আম্বানি, জেরোম পাওয়েল, লেব্রোন জেমস, মার্ক জাকারবার্গ, বব আইগার, ভেরা জৌরোভা, রেন ঝেংফেই, জেনিফার হাইমান, টাইগার উডস, প্যাট ম্যাকগ্রাথ, রিয়ান মুরফি এবং মারিলিন হিউসন।
কে/এসএস
(RTV)

এই সময় ডিজিটাল ডেস্ক:দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা আগে গ্রেনেড বিস্ফোরণ ঘটল অসমের কারবি আংলং জেলার বাকালিয়াঘাট শহরে। অসম পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে জনৈক অনিল গুপ্তার বাড়ির সামনে এই বিস্ফোরণ ঘটে। 


গ্রেনেড বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা না-ঘটলেও, একটি ৪০৭ ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসমের যে অঞ্চলে এদিন বিস্ফোরণ ঘটে, সেটি দিফু লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বৃহস্পতিবার ভোট রয়েছে এই কেন্দ্র-সহ অসমের মোট পাঁচটি আসনে। প্রার্থী রয়েছেন ৫০ জন। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে ১৭০ কোম্পানি নিরাপত্তারক্ষী রয়েছেন।

কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পেও এদিন গ্রেনেড হামলা হয়। এক জওয়ান সামান্য আঘাত পেয়েছেন। 
 

(eisamay)

অধিকাংশ রুশ নাগরিকের দৃষ্টিতে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ হলেন ‘সংবাদমাধ্যমের মুক্তির জন্য লড়াকু’ এক সৈনিক। জামিনের শর্ত ভঙ্গের দায়ে অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যের আদালতে দোষী সাব্যস্ত করার এক সপ্তাহের মাথায় প্রকাশিত এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রীয় তহবিলে জরিপটি পরিচালনা করেছে দ্য অল রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার (ভিটিএসআইওএম)। মঙ্গলবার (১৬ এপ্রিল) গবেষণা প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে জরিপের ফল প্রকাশ করা হয়েছে।



২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) উইকিলিকসের টুইটে বলা হয়, ইকুয়েডর সরকারের উচ্চ পর্যায়ের দু’টি সূত্র থেকে তারা নিশ্চিত হয়েছে, কয়েক ঘণ্টা থেকে কয়েক দিনের মধ্যে অ্যাসাঞ্জকে দূতাবাস থেকে তাড়ানো হতে পারে। সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। জামিনের শর্ত ভঙ্গের দায়ে ব্রিটিশ আদালতে অ্যাসাঞ্জকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অ্যাসাঞ্জকে গ্রেফতারের এক সপ্তাহের মাথায় মঙ্গলবার একটি জনমত জরিপের ফল প্রকাশ করেছে দ্য অল রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার।
জরিপে অংশ নেওয়া রুশ নাগরিকদের ৪৫ শতাংশ মনে করে গোপন নথি প্রকাশের মধ্য দিয়ে অ্যাসাঞ্জ ‘মুক্ত মত ও সংবাদমাধ্যমের স্বাধীনতা’ নীতির পক্ষে কাজ করেছেন। ৪০ শতাংশ মনে করেন অ্যাসাঞ্জ বিশ্ব সম্প্রদায়ের স্বার্থে কাজ করেছেন। ৫৭ শতাংশ রুশ নাগরিক বিশ্বাস করেন: বিভিন্ন রাষ্ট্রের দুর্নীতি, অপরাধ ও কেলেঙ্কারির ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের চোখ খুলে দিয়েছেন অ্যাসাঞ্জ।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৭ শতাংশ মনে করেন, তথ্য ফাঁসের মধ্য দিয়ে অ্যাসাঞ্জ আইন লঙ্ঘন করেছেন। ১৭ শতাংশ রুশ মনে করেন, উইকিলিকস প্রতিষ্ঠাতা ব্যক্তিগত স্বার্থ ও লক্ষ্যে কাজ করেছেন। আরও ১৬ শতাংশ বিশ্বাস করেন, সুনির্দিষ্ট রাষ্ট্র ও রাজনীতিবিদদের স্বার্থে কাজ করেছেন অ্যাসাঞ্জ। আবার ১৭ শতাংশ রুশ নাগরিক মনে করেন গোপন তথ্য প্রকাশের মধ্য দিয়ে শত্রুদের ওপর প্রতিশোধ নিতে এবং মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলেন তিনি।
২০০৬ সালে প্রতিষ্ঠিত সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয় ২০১০ সালে। মার্কিন কূটনৈতিক নথি ফাঁসের মধ্য দিয়ে তারা উন্মোচন করে মার্কিন সাম্রাজ্যের নগ্নতাকে। ২০১২ সাল থেকে তার বিরুদ্ধে বিভিন্ন দেশের আইনি পদক্ষেপ শুরু হয়। ওই বছরই অ্যাসাঞ্জ ইকুয়েডর সরকারের রাজনৈতিক আশ্রয় লাভ করেন। ১১ এপ্রিল (বৃহস্পতিবার) আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। জামিনের শর্ত ভঙ্গের দায়ে ব্রিটিশ আদালতে অ্যাসাঞ্জকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওদিকে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে হ্যাকিংয়ের মামলা হয়েছে। তাকে সেখানে প্রত্যর্পণের চেষ্টা চলছে।
(banglatribune)

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার ক্ষীণ সম্ভাবনা এখনও রয়েছে ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডুর। 
ভারতের বিশ্বকাপ দল ঘোষণার পরে দুই ক্রিকেটারকে নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে। এ দিন দু’ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখার কথা ঘোষণা করা হয়েছে। চোটের জন্য ঘোষিত দলের কেউ যদি শেষ মুহূর্তে ছিটকে যান, তা হলে ভাগ্য খুলে যেতে পারে পন্থ বা রায়ুডুর।  নবদীপ সাইনিকেও স্ট্যান্ড বাই হিসেবে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ পন্থ ও রায়ুডুর আশা পুরোদস্তুর শেষ হয়ে যাচ্ছে না।

বিশ্বকাপের দল থেকে রায়ুডু ও পন্থ ছিটকে যাওয়ার পরে প্রাক্তন ক্রিকেটাররা দল নির্বাচন  নিয়ে প্রশ্ন তুলে দেন। রায়ুডু নিজেও সোশ্যাল মিডিয়ায় নির্বাচকদের ঘুরিয়ে কটাক্ষ করেন। তার পরেই ঘটনাপ্রবাহে মোড়। বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানান, ‘‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো তিন জনকে স্ট্যান্ড বাই হিসেবে ভাবা হয়েছে। ঋষভ পন্থ ও অম্বাতি রায়ুডু প্রথম ও দ্বিতীয় স্ট্যান্ড বাই। সাইনিও রয়েছে তালিকায়। কেউ যদি চোট পায় তাহলে ওদের মধ্যে থেকে একজন ঢুকে যাবে মূল দলে।’’
(anandabazar)

সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড রিপিটার প্রতিস্থাপনের জন্য আগামী ২০ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত ব্রডব্যান্ডের ধীরগতি হতে পারে। 
আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির উপ-মহাব্যবস্থাপক এসএমডাব্লিউ৪ ও ওএন্ডএম (O&M, SMW4) এর বিভাগের মো. শাখাওয়াত হোসেন।  

এদিকে রক্ষণাবেক্ষণের সময় গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বিএসসিসিএল এর উপ-মহাব্যবস্থাপক মো. শাখাওয়াত হোসেন আরটিভি অনলাইনকে বলেন, এসইএ-এমই-ডাব্লিউই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ সম্ভাব্য ২০ এপ্রিল থেকে শুরু হয়ে পহেলা মে পর্যন্ত চলমান থাকবে। এসময়ে এসএমডাব্লিউ-৪ (SMW-4) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে, এসময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) সাবমেরিন ক্যাবল ও আইটিসি (ITC) অপারেটরের সার্কিটগুলি চালু থাকবে। যারা ব্রডব্যান্ড লাইন ব্যবহার করবেন খুব বেশি গতি থাকবে না। ঘণ্টায় গতি কয়েক জিবি কম হতে পারে।  
এছাড়াও, ব্রডব্যান্ডের এ রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় এসইএ-এমই-ডাব্লিউই-৫ (SEA-ME-WE-5) এর মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনও সমস্যা হবে না।
জানা যায়, আইজিডাব্লিউ ও আইআইজি (IGW, IIG) এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।
আরসি/এসএস

(rtvonline)

কয়েক বছর আগে বি-টাউনে জোর গুঞ্জন ছিল, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির সঙ্গে প্রেম করছেন অর্জুন কাপুর। একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে শুরু হয় তাঁদের নিয়ে মুখরোচক আলাপ। অর্জুন অবশ্য ওই গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দেন। কিন্তু বেশ কয়েকবার পত্রপত্রিকার শিরোনাম হয়েছিলেন তাঁরা। এড়িয়ে গেলেও বিভিন্ন প্রতিবেদন জানায়, অর্জুন ও আথিয়া সম্পর্কে জড়িয়েছিলেন।

যা হোক, অর্জুনের জীবনে এরপর প্রবেশ করেন ‘ছাইয়া ছাইয়া’ কন্যা মালাইকা অরোরা। অর্জুনের পরিবারের লোকজনের সঙ্গেও ঘনিষ্ঠ হতে শুরু করেন মালাইকা। আর ‘মুবারকন’ সহঅভিনেত্রীর সঙ্গে দূরত্ব বজায় রাখেন। কথা বলাও বন্ধ করে দেন।
বিনোদন সংবাদমাধ্যম স্পটবয়ের প্রতিবেদন জানাচ্ছে, বাজেভাবেই শেষ হয় অর্জুন ও আথিয়ার সম্পর্ক। অর্জুনের বাসাতেই সম্পর্কের ইতি টানেন এ যুগল। যখন সম্পর্ক ছিল, তখন অর্জুন ও তাঁর বোন অংশুলার জুহুর বাড়িতে (মুম্বাই) অবাধ যাতায়াত ছিল আথিয়ার। অংশুলা কাপুরের ঘনিষ্ঠ বন্ধু আথিয়া। অর্জুনের সঙ্গে প্রেমের ইতি হলেও অংশুলার সঙ্গে বন্ধুত্বে ছেদ পড়েনি আথিয়ার।
বি-টাউনে এসব একেবারেই সাধারণ ব্যাপার। প্রায়ই সম্পর্ক-পতনের খবর পাওয়া যায়। ব্রেকআপের পর কেউ সাবেকের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলেন, আবার কেউ নিজের কাঁধকে করে তোলেন বরফশীতল। অনুরাগীদের আশা, অর্জুন ও আথিয়াও দূরত্ব কমাবেন, স্বাস্থ্যকর বন্ধুত্ব বজায় রাখবেন।দীর্ঘদিন ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চলছে। যদিও এ যুগল সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না, তবে গত ছয় মাস তাঁদের গতিবিধি লক্ষ করলেই সে ধারণা স্পষ্ট হয়। পার্টি থেকে হাসপাতাল—সর্বত্রই একসঙ্গে গমন এ জুটির।
সাম্প্রতিক প্রতিবেদন বলছে, এ বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন। তবে বিয়ের গুঞ্জনকে ‘মিডিয়ার বানানো’ বলেছেন মালাইকা।
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। আর এরপর দুজনই নতুন জীবনে প্রবেশ করেন। মালাইকা খুঁজে পান অর্জুন কাপুরকে। আর মালাইকার সাবেক স্বামী আরবাজ খানও খুঁজে পেয়েছেন নতুন সঙ্গী। ইতালির মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর।
কাজের প্রসঙ্গে, আথিয়া শেঠিকে আগামীতে ‘মতিচুর চাকনাচুর’ সিনেমায় নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। আর অর্জুন কাপুরের হাতে রয়েছে তিনটি সিনেমা—‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’, ‘সন্দীপ অউর পিংকি ফারার’ ও ‘পানিপথ’। সূত্র : বলিউড বাবল
(ntvbd)

প্রিয়.কম) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ এপ্রিল (রবিবার) তিন দিনের সরকারি সফরে ব্রুনাই দারুসসালাম যাবেন।


জানা গেছে, এই সফরে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ২১ এপ্রিল, রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রুনাইয়ের উদ্দেশে যাত্রা করবে। বিমানটি স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরি বেগাওয়ানে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। ব্রুনাইয়ের যুবরাজ হাজী আল-মাহতাদি বিল্লাহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহকারে ইম্পায়ার হোটেল অ্যান্ড কাউন্ট্রি ক্লাবে নেওয়া হবে। সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী হোটেলটির ইন্দেরা মানুদেরা বলরুমে ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন। একই দিন তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
পরদিন সোমবার প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান বলকিয়ার সরকারি বাসভবনের ইস্তানা নূরুল ইমানে চেরাদি লায়লা কেনচানায় সুলতান ও রাজকীয় পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তানা নূরুল ইমামে বায়তুল মেশ্যুরায় সুলতানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান প্রেস সচিব ইহসানুল করিম।

বৈঠক শেষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বিকেলে প্রধানমন্ত্রী ইস্পায়ার হোটেল অ্যান্ড কাউন্ট্রি ক্লাবে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দুিই দেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী জামে আসর মসজিদ পরিদর্শন এবং এ মসজিদে আসর নামাজ আদায় করবেন। শেখ হাসিনা সুলতান আয়োজিত তার সরকারি বাসভবনে ভোজসভায় যোগ দেবেন।
২৩ এপ্রিল, মঙ্গলবার প্রধানমন্ত্রী সকালে ব্রুনাইয়ের রাজধানীর জালান কেবাংসানের কূটনৈতিক জোনে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।
শেখ হাসিনা ওই দিন স্থানীয় সময় বিকেল ৫টায় ব্রুনাই থেকে যাত্রা করে সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
প্রিয় সংবাদ/কামরুল/আজাদ চৌধুরী

‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এর চার মিনিটের একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। পরে অবশ্য ডিলিট করে দেয়া হয়েছে ক্লিপটি।
যারা ক্লিপটি দেখে ফেলেছেন তাদেরকে পরিচালক অ্যান্থনি এবং জো রুশো সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেছেন স্পয়লার না ছড়ানোর জন্য।

তারা বলেছেন, ‘গত তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ইনফিনিটি সাগার একটি চমকে দেয়ার মতো ইতি টানতে চেয়েছিলাম। আগামি সপ্তাহেই আসছে এন্ডগেম। প্লিজ এই সময়ে ছবিটির স্পয়লার ছড়াবেন না, নিজেও এড়িয়ে যান।’
কিন্তু ইতোমধ্যেই ছবির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য সম্বলিত সেই ক্লিপের স্ক্রিন শট, জিআইএফ, শর্ট ক্লিপ ছড়িয়ে পড়েছে। ক্লিপটিতে আরবি সাবটাইটেল ছিল। তবে কীভাবে এই ক্লিপ ছড়ালো সেই ব্যাপারে নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা ৫৮ সেকেন্ডের সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। এটিই হতে যাচ্ছে মার্ভেলের সবচেয়ে দীর্ঘ ছবি। ২৬ এপ্রিল মুক্তি পাবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’।

(channelionline)

ভারতে আগামীকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার ১২টি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৯৬টি কেন্দ্রে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোট হবে তামিলনাড়ুর ৩৮টি আসনে, কর্ণাটকের ১৪টি কেন্দ্রে, মহারাষ্ট্রের ১০টি, উত্তরপ্রদেশের ৮টি, অসম, বিহার এবং ওড়িশায় যথাক্রমে পাঁচটি আসনে নির্বাচন। এছাড়া, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে তিনটি, জম্মু এবং কাশ্মীরে দু’টি কেন্দ্রে ভোট হবে। একটি করে আসনে ভোট হবে মণিপুর, ত্রিপুরা এবং পুদুচেরিতে।


এর পাশাপাশি ওড়িশা বিধানসভার ৩৫টি আসনে নির্বাচন হবে আগামীকাল ১৮ই এপ্রিল তারিখ।
আগামীকাল সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণে ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁরাও, সদানন্দ গৌড়া এবং পোন রাধাকৃষ্ণনের। এছাড়া, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া, কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি এবং রাজ বব্বরের ভাগ্য নির্ধারন হবে ১৮ এপ্রিল।
(voabangla)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget