নালিতাবাড়ী সীমান্তে বন্যহাতীর আক্রমণে যুবকের মৃত্যু।
শেরপুরের নালিতাবাড়ীতে বন্য হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে এক যুবকের মৃত্যু হয়েছে। ৬জানুয়ারি শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার সীমান্তে কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শরিফ মিয়া (২৫)। তিনি দাওধারা-কাটাবাড়ি ২নং ওয়ার্ডের আ; করিম মেম্বারের ছেলে।
স্থানীয়সূত্রে জনাগেছে কিছুদিন যাবত বন্য হাতির দল সীমান্তের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অবস্থান নিয়েছে। খাবারের সন্ধানে প্রায় হাতিগুলো লোকালয়ে হানা দেয়। গত কয়েক মাস ধরে বন্য হাতির দলটি নালিতাবাড়ী সীমান্তের বিভিন্ন পাহাড়ি গ্রামে বিচরণ করে তাণ্ডব চালিয়ে আসছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্য হাতি দেখতে পাহাড়ের গহীনে যায় শরিফ।
এসময় অসাবধানতাবশত হাতির কাছাকাছি চলে গেলে একটি হাতি শরিফকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীয়রা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাপ্রেরকঃ এম শাহজাহান ঝিনাইগাতী শেরপুর।
একটি মন্তব্য পোস্ট করুন