পদত্যাগে রাজি নন প্রেসিডেন্ট, পেরুতে জরুরি অবস্থা জারি
পেরুতে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে হস্তক্ষেপের অধিকার দেওয়া হয়েছে। জরুরি অবস্থা চলাকালে নির্দিষ্ট কিছু সাংবিধানিক অধিকার স্থগিত থাকবে। খবর এএফপির।
পেরুতে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভে গত বছরের ডিসেম্বর থেকে কমপক্ষে ৪২ জন প্রাণ হারিয়েছে। শত শত পুলিশ ও বিক্ষোভকারী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শনিবার পেরুতে জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী লিমা ও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা বলবৎ থাকবে।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চান। তবে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া বক্তৃতায় পেরুর প্রেসিডেন্ট দিনা বলেন, তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, ‘আমি পদত্যাগ করবো না। আমি পেরুর সঙ্গে অঙ্গীকারাবদ্ধ। এই বিক্ষোভে এত এত মৃত্যুর জন্য আমার অনুশোচনা আছে। আমি এমন পরিস্থিতির জন্য ক্ষমা চাইছি’।
একটি মন্তব্য পোস্ট করুন