নিয়ামতপুরে ছয় দোকানীকে জরিমানা | Six shopkeepers fined in Niamatpur


নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদরের বিভিন্ন ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ও নমুনা ঔষুধ (যাহা বিক্রয়ের জন্য নয়) রাখার দায়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১ মার্চ) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনজুরুল আলম জানান, জীবন রক্ষাকারী পণ্য ঔষুধ। অনেক অজানা সাধারণ মানুষ কোন কিছু না দেখে ঔষুধ ক্রয় করেন, এই সুযোগে অসাধু ফার্মেসী ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে পাশাপাশি যে সমস্ত ঔষুধ নমুনা হিসাবে ডাক্তারদের দেন যা বিক্রয়ের জন্য নয় সেই সমস্ত ঔষুধও বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে উপজেলা সদরের সাদেক মেডিক্যাল স্টোর, মাসুদ ফার্মেসী, জাহানারা ফার্মেসীসহ ৬টি ঔষুধের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঔষুধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 0 

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget