অমর একুশে গ্রন্থমেলায় কবি শামছুল হক শামীম'র "মেঘালয় কন্যা মহারশি”মোড়ক উন্মোচন

 কবি শামছুল হক শামীম'র "মেঘালয় কন্যা মহারশি”মোড়ক উন্মোচন
Poet Shamsul Haque Shamim unveils "Meghalaya Kanya Maharshi"


শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক স্বনামধন্য কবি ও সাংবাদিক শামছুল হক শামীম সম্পাদিত  "মেঘালয় কন্যা মহারশি ” এ যৌথ কাব্যের মোড়ক উন্মোচন করা হয়েছে এবারের অমর একুশে গ্রন্থমেলায়। গত ১০ মার্চ অমর একুশে গ্রন্থমেলায় প্রথবারের মতো সাংবাদিক ও কবি শামছুল হক শামীম সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ "মেঘালয় কন্যা মহারশি" নামের বইটির মোড়ক উম্মোচন করেন, কানাডা প্রবাসী বাংলা সাহিত্যে পুরস্কার প্রাপ্ত শেরপুরের কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও সাহিত্যিক জালাল উদ্দিন, উপ-সচিব, দেশ বরেণ্য ছড়া-কার আতিক হেলাল,স্বপ্ন সাহিত্য চর্চার সাংগঠনিক সম্পাদক কবি যুবরাজ পাল রাজু, কবি ডঃ আব্দুল আলিম তালুকদার, কবি নয়ন ওঝা, মহারশি সাহিত্যে পরিষদের সহ-সভাপতি জামাল শেখ সহ অন্যান্য গণ্যমান্য কবিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। "মেঘালয়কন্যা মহারশি" নামকরণ উদ্ভাবনের বিষয়ে কবি শামছুল হক শামীম বলেন, 'ভারতের মেঘালয় পর্বত হতে জন্ম নিয়ে বাংলাদেশের উত্তর-মধ্যাঞ্চলের সর্ব প্রথম জেলা শেরপুর। এ উপজেলার হলদীগ্রাম আন্তঃসীমান্ত দিয়ে প্রবেশ করে প্রবাহিত হওয়া খরস্রোতা নদী "মহারশি" নামানুসারে বইটির নামকরণ করা হয়েছে। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ গ্রামের  আলহাজ আনছার আলীর শামছুল হক শামীম। ১৯৭৪ সালের ১২ই ফেব্রুয়ারিতে তিনি জন্ম গ্রহন করেন। ৫ ভাইবোনের মধ্যে শামছুল হক শামীম তৃতীয়। শিক্ষাগত যোগ্যতায় তিনি বি.এ পাশ। তিনি স্কুল জীবন থেকে পড়াশোনার পাশাপাশি কবিতা লেখালেখিতে বেশ সময় পার করেন । পরবর্তীতে তিনি ঝিনাইগাতী মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের মধ্যদিয়ে সাহিত্যে চর্চায় বেশ সুনাম ও খ্যাতি অর্জন করেন। ২০২২ এর অমর একুশে বই মেলায় ৪টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করা হয়। গ্রন্থগুলো হচ্ছে, যুবরাজ পাল রাজু সম্পাদিত "আমাদের কবিতার শহর" এবং "স্বপ্ন সোপান"। নয়ন ওঝা সম্পাদিত "অগ্নি ফানুস"। কবি শামছুল হক শামীম সম্পাদিত মেঘালয়কন্যা মহারশি। এবারের বই মেলায় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ্যটি প্রকাশ হওয়ার পর স্বপ্ন সাহিত্যে চর্চা'র চতুর্থ বার্ষিকীতে এ কবিকে পুরষ্কার ভূষিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন থেকে বেশ কিছু উত্তরীয়, মেডেল, ক্রেস্ট, সম্মাননা সনদ পেয়েছেন তিনি। স্থানীয় সাংবাদিকগন মহারশি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শামছুল হক শামীমকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই সাফল্যে শুধু ঝিনাইগাতী মহারশি সাহিত্য পরিষদের নয়,পুরো দেশের জন্য । অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচন হওয়া মানে একজন লেখকের অনেক বড় অর্জন।


আরো পড়ুন:




একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget