শ্রীপুর গজারি গাছ কেটে রাস্তা নির্মাণ
Sreepur Gajari tree cutting and road construction
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের গজারী গাছ কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুরের রেঞ্জ ও বিট অফিসের অধীনে গাজিয়ারন গ্রামে রোববার বিকেলে সরেজমিনে গিয়ে গজারি গাছ কাটার আলামত দেখতে পাওয়া যায়।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিয়াড়ন গ্রামে রয়েছে এক গজারির বন। একটি কুচক্রী মহল গজারি গাছ কেটে সেখানে রাস্তা নির্মাণ করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে আরো জানা যায়,বনবিভাগের লোকজনের যোগসাজশে বিভিন্ন অপকর্ম করে আসছে এলাকার কিছু অসাধু ব্যক্তি। এভাবে গজারী গাছ কাটা হলে শিগগিরিই শ্রীপুরের গজারি বনগুলো উজার হয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
এ ব্যপারে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মির ফজলুর রহমান দৈনিক সময়ের কাগজকে বলেন, গাছ কাটার খবরটি জানতে পারে কাটা গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাস্তাও বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন