কেশবপুরের বসুন্তিয়া মহাশ্মশানে ভাগবত পাঠের অনুষ্ঠান
Bhagavata recitation program at Basuntia Mahasmashan in Keshabpur
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া মহাশ্মশানে মঙ্গলবার সকাল থেকে তিনটা পর্যন্ত ভাগবত পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসাবে ধর্মজ্ঞান বিতরণ করেন, অনন্ত লীলা দাস ব্রহ্মচারী, দ্বিতীয় বক্তা সুশান্ত কুমার পাল ও তৃতীয় বক্তা ছিলেন সুমন রায়।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায় বলেন, শ্মশানে এই প্রথম অনুষ্ঠান। শ্মশান উন্নয়নে বিদ্যুতের আবেদন করেও অদ্যবধি বিদ্যুৎ পাইনাই। আমরা সরকারের কাছে দ্রুত বিদ্যুৎ-সহ সার্বিক উন্নয়নে সহযোগীতা কামনা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, বসুন্তিয়া মহাশ্মশান কমিটির সভাপতি ডাক্তার শৈবাল রায়, বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি মাস্টার প্রদীপ কুমার দেবনাথ, প্রাক্তন ব্যাংকার অমরেন্দ্র নাথ সিংহ, প্রাক্তন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ডাঃ জিতেন্দ্র নাথ সিংহ, এলাকা ইউপি সদস্য কামরুজ্জামান, বিদ্যানন্দকাটি পূজা উদযাপন কমিটির সদস্য দেবু ঘোষ প্রমূখ।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন