পরশুরামে চলাচলের সরকারী রাস্তা বেড়া ও কাটা দিয়ে বন্ধ করে দিয়েছে
The government road in Parshuram have been closed with fences and cuts
ফেনীর পরশুরাম উপজেলার বাউরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উ্ত্তর পাশের ১০/১৫টি পরিবারের সদস্যদের চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে মোঃ সিরাজ ভুইয়া এবং তার ভাই মোঃ হারুন ভুইয়া নামের দুজন। তারা পৌর এলাকার বাউর পাথর গ্রামের মৃত ওহাব মিয়ার ছেলে। এসময় তারা রাস্তায় বেড়ার পাশে কাটা দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ করেন দীর্ঘ ৫০ বছর যাতায়াতের রাস্তা রবিবার বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে সিরাজ ও হারুন।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
গ্রামবাসী সোমবার সকালে সিরাজ ও হারুনকে রাস্তা থেকে বেড়া সড়াতে অনুরোধ করলেও তারা তা মানেননি।
চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া ওই পরিবার লোকজন বর্তমানে গৃহবন্ধি অবস্থায় রয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মো শহিদ উল্যাহ, মমতাজ মিয়া, আবুল বশর, হাবিবুর রহমান প্রতিকার চেয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) প্রিয়াংকা দত্তর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মো শহিদ উল্যাহ অভিযোগ করেন তারা সহ স্কুলেরর উত্তর পাশের ১০/১৫ টি পরিবার এবং কি গ্রামবাসী ওই রাস্তা দিয়ে বিগত ৫০ বছর যাবৎ যাতায়াত করে আসছে। কিন্তু হঠাৎ সিরাজ ও হারুন রবিবার সকালে তাদের বাড়ীর বাউন্ডারীর বাইরে গিয়ে রাস্তার উপর বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয় এবং কাটা দেয়। বিষয়টি তাৎক্ষনিক ভাবে পরশুরাম পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ খোরশেদ আলমসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়েছে।
আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার
পৌর সভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানান বিষয়টি তিনি শুনেছেন, ক্ষতিগ্রস্ত পরিবার ও গ্রামবাসী তার কাছে অভিযোগ করেছেন সিরাজ ভুইয়া বেআইনি ভাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন।এতে ওই এলাকার লোকজন চলাচল করতে পারছেনা।
এই বিষয় বক্তব্য জানতে সোমবার ঘটনাস্থলে গেলে মোঃ সিরাজ কোন বক্তব্য দিবেনা বলে বাড়ীতে চলে যান।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন