কেশবপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলা সমাপ্ত পুরস্কার বিতরণ করলেন, এমপি শাহীন চাকলাদারMP Shaheen Chakladar distributes prizes at Keshabpur Mukti Utsav and Subarna Jayanti Mela
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তি মেলা বৃহস্পতিবার পাবলিক ময়দানে সমাপ্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাবলিক ময়দানে সরকারের সফলতা তুলে ধরে স্টল প্রদানকারী বিজয়ী দপ্তরের কর্মকর্তাদের মাঝে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, জেলা নেতা রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হুসাইন মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, মঙ্গলকোট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, পাঁজিয়া ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দীন, হাসানপুর ইউনিয়ন নব নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, উপজেলা ছাত্রলীগনেতা হবিবুর রহমান খান মুকুল, শাহরিয়ার হাবিব, পৌর ছাত্রলীনেতা সাইফুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন