সাময়িক সংস্কার টেংরা থেকে বিশ্বনাথ সড়কের নদী ভাঙ্গন

সাময়িক সংস্কার টেংরা থেকে বিশ্বনাথ সড়কের নদী ভাঙ্গন
Temporary repair river erosion on Tengra to Bishwanath road

টেংরা থেকে বিশ্বনাথ সড়কের নদী ভাঙ্গন স্হানটি দীর্ঘ দিন থেকে ছিল বিপদজনক! যে কোন সময় দুর্ঘটনার প্রচুর সম্ভাবনা ছিল। স্হানটি পারাপারে ভয়ে কম্পিত হতেন যাত্রীমহল! অনেকে অল্পের জন্য অনেক দিন রক্ষাও পেয়েছেন বলে টেংরা বার্তাকে জানিয়েছেন। সরকারি ভাবে ভাঙ্গন স্হানটি সংস্কার  হওয়ার কথা ছিল 

কিন্তু উপজেলা প্রকৌশলী আবু সাইদ জানান, সরকারি ভাবে হতে দীর্ঘ সময় লাগবে। কত দিন লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাবেনা!

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

তাই সাময়িক ভাবে বিপদজনক ভাঙ্গন স্হানটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে টেংরার দেশে-বিদেশী অধিবাসীরা।  উদ্যোগ গ্রহণ করলেন টেংরার যুবকগণ। দেশী - বিদেশী টেংরার অধিবাসীরা দান করলেন টাকা পয়সা। 

শুরু হলো তিন দিন থেকে সড়কের ভাঙ্গন স্হানটি সংস্কারের কাজ। গতকাল ২৮ মার্চ সোমবার বিকেলে  স্বরজমিনে, গিয়ে দেখাগেল সংস্কারের দুই তৃতীয়াংশ কাজ শেষ প্রায়। 

রাস্হার তদারকির অন্যতম একজন দায়িত্বশীল যুবক আজাদ জানান, কাজটি আমরা করছি কিন্তু কত দিন ঠিকবে  এটা আল্লাহতালা জানেন।



আরো পড়ুন:




একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget