ফেনীর পরশুরামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Two children drowned after taking a bath in a pond at Parashuram in Feni
ফেনীর পরশুরামে পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৯ মার্চ বেলা তিনটার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর চন্দনা গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো উত্তর চন্দনা গ্রামের মানিক চৌধুরীর বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক ফয়েজ আহম্মেদের ছেলে ফরহাদ হোসেন (৭) ও একই বাড়ির দুবাই প্রবাসী মো: শাহ আলমের ছেলে সাব্বির হোসেন (৭)।
তারা সম্পর্কে দু'জন চাচাতো ভাই। দুজনেই স্হানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই শিশু ফরহাদ ও সাব্বির দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। পুকুরের ঘাটের পাশেই একটি গর্ত ছিল। গোসলের একপর্যায়ে তারা ওই গর্তে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে দুজনকে পানিতে ভেসে থাকতে দেখেন বাড়ির লোকজন।
এ সময় তাঁরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে স্হানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। লাশের সুরতহাল তৈরি করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের জন্য প্রশাসনের অনুমতি নেওয়ার চেষ্টা করছে দুই পরিবার।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন