ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫০বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার-১

 ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ৫০বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার-১
Arrested with 50 bottles of foreign liquor in RAB operation in Jhenaigati-1


শেরপুরের ঝিনাইগাতীতে  ৫০বোতল বিদেশী মদ সহ মো. ফিরোজ মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ১৯মার্চ শনিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সন্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফিরুজ মিয়া জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুর বক্সের ছেলে। র‍্যাব-১৪ এর সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন নলকুড়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে ৫০ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য  ২৬হাজার টাকা। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

গ্রেপ্তারকৃত ফিরোজ র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলা বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামী ফিরোজের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তাকৃত ফিরোজকে রবিবার সকালে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। র‍্যাব-১৪এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। 


আরো পড়ুন:



একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget