নিয়ামতপুরে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

 নিয়ামতপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু 
TCB products started selling in Niamatpur




সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদে এর শুভ উদ্বোধন করা হয়। প্রথম ধাপে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে ১ কোটি সুবিধাভোগী পরিবার এই সুবিধা পাবেন। এরমধ্যে নিয়ামতপুর উপজেলায় পাবেন ২১ হাজার ৭ শত ৭৬ জন। কার্ডধারী প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল পাবেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, উপজেলা একাডেমিক সুপারভাইজার  জাকির হোসের, শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই চিত্তরঞ্জন প্রমুখ। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সারাদেশের ১ কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে। উল্লেখ্য, উপজেলার ৮ টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে ২ হাজার ৭ শত ২২ জন কার্ডধারী ব্যক্তি ভর্তুকি মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।



আরো পড়ুন:




একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget