সোনাগাজী মডেল থানার নতুন ওসি খালেদ দাইয়ান

 সোনাগাজী মডেল থানার নতুন ওসি খালেদ দাইয়ান
Khaled Dayan is the new OC of Sonagazi Model Police Station


সোনাগাজী মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন হয়েছেন মু.খালেদ দাইয়ান। তিনি পরশুরাম মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়ীত্ব পালন করেছেন। এর আগে তিনি সোনাগাজী মডেল থানায় ওসি তদন্ত হিসেবে  দক্ষতার সাথে দায়ীত্ব পালন করেছিলেন। 

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

পরশুরাম থানায় ওসি হিসেবে দায়ীত্ব পালনকালে তিনি একাধিকবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। 


মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি সোনাগাজী মডেল থানার ওসি হিসেবে দায়ীত্ব গ্রহন করেন।

সোনাগাজী মডেল থানার সদ্য বিদায়ী ও জেলার আরেক শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন খালেদ।




সোনাগাজী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মু.খালেদ দাইয়ান বলেন, সোনাগাজীবাসীর সেবা প্রদানের লক্ষ্যে আজ সোনাগাজী থানায় যোগদান করলাম। সোনাগাজী থানার আইন শৃঙ্খলা রক্ষা করতে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।


এ সময় তিনি সাবেক কর্মস্থল পরশুরামবাসীর উদ্দেশ্যে বলেন বদলি সূত্রে পরশুরাম মডেল থানা থেকে সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলাম। খুব অল্প সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর ও নতুন থানায় দায়িত্ব গ্রহণের প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ব্যক্তিগতভাবে কাউকেই জানাতে পারিনি। পরশুরামবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব আমাকে ওসি হিসেবে দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দোয়া করার জন্য। 

আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার

তিনি আরো বলেন পরশুরাম মডেল থানায় আমার কর্মকালে সকল সফলতা প্রিয় পরশুরামবাসীর এবং সকল ব্যর্থতা আমার নিজের। আমার কর্মকালের সকল ভুল-ত্রুটি ও ব্যর্থতার জন্য ক্ষমা চাই। যেকোন প্রযোজনে আমার ব্যক্তিগত/সরকারি মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।


উল্লেখ্য, সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামকে পরশুরাম থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। তিনিও মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম থানায় যোগদানের কথা রয়েছে।



আরো পড়ুন:






একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget