পরশুরামে বিদেশি মদ সহ মাদক বিক্রেতা আটক
Drug dealer with foreign liquor arrested in Parashuram
ফেনীর পরশুরামে বিদেশি মদ সহ মাদক বিক্রেতা মোঃ সেলিম মিয়া(৪৬) কে আটক করেছে পরশুরাম থানা পুলিশ। ২৩ মার্চ মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ সেলিম মিয়া উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম এর মৃত তাজুল ইসলাম এর ছেলে।
পুলিশ সূত্র জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সৌরজিৎ বড়ুয়া ও এএসআই রেজাউল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মির্জানগর ইউনিয়নে মধুগ্রাম (চৌমুড়ী বাজার) আলম স্টোরের সামনে থেকে মাদক বিক্রেতা সেলিমকে মাদক সহ আটক করে।
এ সময় পুলিশ ২ বোতল হুইস্কি, ৪ বোতল ভোদকা(মদ) এবং ১ বোতল স্কাফ সিরাফ উদ্ধার করে।
আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা
পরশুরাম মডেল থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাইফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান এ সংক্রান্ত মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও সেলিম একটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিল বলে জানান তিনি।
এ সময় ওসি সাইফুল ইসলাম মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার জন্য পরশুরামবাসীর প্রতি আহবান জানিয়েছন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন’সহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে সোর্পদ করা হয়।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন