আমাদের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে - অতুল সরকার

 ফরিদপুরে প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজের উদ্বোধন
Inauguration of Prepaid Meter Installation at Faridpur


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হতে হবে।তাহলে দেশের উন্নয়ন সম্ভব । তিনি বুধবার  ওজোপাডিকো ফরিদপুরের আওতায় প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।


তিনি আরো বলেন, আমাদের  বিদ্যুৎ ব্যবহারে আরো  মিতব্যয়ী হতে হবে। এজন্য সবার সহযোগিতা দরকার।বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন আমাদের  বাইরে দেশে বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা তৈরি হয়েছে ।

তিনি বলেন প্রিপেইড মিটার ব্যবহারের কারণে  বিদ্যুৎ সাশ্রয় হবে। আপনি যতটা বিদ্যুৎ খরচ করবেন ঠিক ততটাই বিল প্রদান করতে হচ্ছে। এতে আপনি যেমন আর্থিকভাবে সাশ্রয়ী  হচ্ছেন তেমনি দেশের উন্নয়ন হচ্ছে।

আরো পড়ুন: সন্তানের সামনে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আদালতে মামলা

 পরে তিনি একটি প্রিপেইড মিটার পৌর মেয়র অমিতাভ বোস এর নিকট  হস্তান্তর করে এর  উদ্বোধন করেন।


অনুষ্ঠানে প্রিপেইড মিটারে সুবিধা সংক্রান্ত একটি ডিসপ্লে প্রদর্শন করেন ওজোপাডিকো কর্মকর্তা মুর্শিদ আলম।


অনুষ্ঠানে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামান এর  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।


এসময় অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা ২০২৫ সালের মধ্যে সমস্ত বাংলাদেশ এ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আরো পড়ুন:




একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget