রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ, প্রায় সাড়ে চার হাজার আটক

 রাশিয়া জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ, প্রায় সাড়ে চার হাজার আটক


Anti-war protests across Russia, about four and a half thousand detained


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহর সেন্ট পিটার্সবার্গে আবারও বিক্ষোভ হয়েছে। পুলিশ যুদ্ধবিরোধীদের বেধড়ক পিটিয়েছে।


আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ২টি ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভিডিওর সত্যতা সম্পর্কে সিএনএন নিশ্চিত হয়েছে। এতে দেখা যায় গতকাল রোববার সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গের কেন্দ্রে নেভস্কি অ্যাভিনিউয়ে বিক্ষোভ হয়েছে।


ভিডিওতে আরও দেখা যায়, বিক্ষোভকারীরা অ্যাভিনিউ ধরে হেঁটে যাচ্ছেন। কাজান ক্যাথিড্রালের বাইরে পুলিশ তাদের ওপর হামলা চালায়। তাদেরকে বেধড়ক পেটায়।


এক ভিডিওতে দেখা গেছে, পুলিশ রাস্তা থেকে এক বিক্ষোভকারীকে আটকের চেষ্টা করছে। তাকে ছাড়িয়ে নিতে অপর একজন এগিয়ে এলে অন্য পুলিশ সদস্য এসে সেই ব্যক্তিকে মাটিতে ফেলে দেন।


রাশিয়ার এসওটিএ ভিশন সংবাদমাধ্যমে প্রকাশিত অপর ভিডিওতে দেখা যায়, পুলিশ সেখান থেকে এক নারীকে আটকের চেষ্টা করছে।



আরো পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget