Latest Post

প্রিয়.কম) রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে পুলিশ মোতায়েন করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।


১৫ এপ্রিল, সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছে আদালত।বিষয়টি প্রিয়.কমকে জানান রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘আগামীকাল বুধবার চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে।’ আজকে শুনানির জন্য ছিল। আমরা সময় নিয়েছি। আগামীকাল শুনানি করব।’এর আগে গত ৯ এপ্রিল রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোতে কেমিক্যাল ব্যবহার রোধে পুলিশ মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। রাজশাহীর বিভাগীয় কমিশনার ও রাজশাহী রেঞ্জের ডিআইজিকে আগামী সাত দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এক সম্পূরক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে ফলের বাজার ও গুদামগুলোতে যেন আমে কেমিক্যাল ব্যবহার করতে না পারে, সে জন্য পর্যবেক্ষণ টিম গঠন করতে বলা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজি), বিএসটিআইয়ের চেয়ারম্যান, র‌্যাবের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আদালত বলেছে, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণেই মানুষের শরীরে রোগ-ব্যাধি সৃষ্টি হচ্ছে।
প্রিয় সংবাদ/আজাদ চৌধুরী
(priyo)

(প্রিয়.কম) ডায়াবেটিস ইদানিং বিশ্ব জুড়ে মহামারি আকারে দেখা দিয়েছে। সব বয়সের মানুষের মাঝেই তা দেখা দিচ্ছে ইদানিং। ডায়াবেটিস হলো রক্তে সুগারের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়, কারণ শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করে না বা ইনসুলিন শরীরে কাজ করে না সঠিক উপায়। ডায়াবেটিস রোগীদের খাওয়া-দাওয়ার ব্যাপারে বেশি সচেতন থাকতে হয়। আমাদের দেশি কিছু সবজিই আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে উপকারী। জেনে নিন এমনই তিন গুণী সবজির কথা


১) মুলা
শীতকালে পাওয়া যায় মুলা।  অনেকের অপছন্দ হলেও তা ফাইবার বা খাদ্য আঁশের দারুণ এক উৎস। একে যেমন তরকারি বা ভাজি করে খাওয়া যায়, তেমনি কচি মুলা দিয়ে সালাদ বা পরোটা তৈরি করেও খাওয়া যায়। অন্যান্য সবজির সঙ্গে মিলিয়ে মুলা খেতে পারেন।
২) ঢেঁড়স
ঢেঁড়সে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং খনিজ পদার্থ। তা নিয়মিত খাওয়া হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এতে ফাইবারের পাশাপাশি থাকে ভিটামিন বি ও ফলেট। ফাইবার রক্তের সুগার কম রাখে, আর ভিটামিন বি প্রাকৃতিকভাবেই ডায়াবেটিস দমিয়ে রাখতে পারে।
৩) করল্লা
গ্রীষ্মকালের সবজির মাঝে আছে লাউ, কুমড়া আর করল্লা। করল্লা তেতো বটে, কিন্তু তা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এতে থাকে ইনসুলিনের মতোই একটি রাসায়নিক যার নাম পলিপেপটাইড-পি বা পি-ইনসুলিন। এটাও প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এ ছাড়া করল্লায় থাকা ক্যারানটিনও ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে।সূত্র: এনডিটিভি
প্রিয় লাইফ/রুহুল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ সফলতার মাইলফক স্থাপন করেছে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি প্রযুক্তি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।’


নববর্ষ উপলক্ষে রোববার ডাক অধিদফতর মিলনায়তনে সাশ্রয়ী রেটে টেলিটকের ইন্টারনেট প্যাকেজ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে গ্রাম ও শহরের মধ্যে কোনো তফাত থাকবে না। ইতোমধ্যে দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেয়া হয়েছে। জনগণ সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা যাতে পেতে পারে সে লক্ষ্যে ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে।’
টেলিটককে জনপ্রিয় করতে সংশ্লিষ্টদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(jagonews24)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে ফটিকছড়ির ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর চিৎকারে শ্বশুর এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

নিহত মামুনি ধর (২৪) হারুয়ালছড়ি গ্রামের রূপক কান্তি দে-র স্ত্রী। রূপক দেশে থাকেন না।


দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মামুনির শ্বশুর মিলন কান্তির দে গুরুতর আহত অবস্থায় এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভুজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ জানান, রাত দেড়টার দিকে দুই দুর্বৃত্ত ওই গ্রামের নরেন্দ্র কুমার দের একতলা ভবনের সিঁড়ি ঘরের দেয়াল ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকারে পাশের রুমে থাকা শ্বশুর মিলন কান্তি দে এবং শাশুড়ি রত্মা দে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ওই গৃহবধূ মারা যান। আহত মিলন কান্তিকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুজপুর থানার ওসি বলেন, এটি ডাকাতির ঘটনা নয়। পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ বাড়ি থেকে কোনো মালামাল ও টাকা খোয়া যায়নি।
এ ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি শেখ আবদুল্লাহ।
(jugantor)

রাজধানীর মিরপুরের ১৪ নম্বর সেকশনের সিটি পার্ক ভবনে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগুনের ঘটনা শোনার পর প্রথমে সাতটি ইউনিট, পরে ১০ ইউনিট কাজ করে। এরপর আরো আটটি ইউনিট যোগ দেয়। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে সেটি জানাতে পারেননি তিনি।
এদিকে আগুন লাগার পর নেভানোর কাজ করে ফায়ার সার্ভিসের দুটি বড় ল্যাডার। তাদের সঙ্গে যোগ দেয় সেনা ও নৌবাহিনীর সদস্যরা।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনটিতে মার্কেট ও গার্মেন্ট কারখানা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কাফরুল থানার পুলিশ জানায়, দশতলা ভবনের ছয় ও সাততলার এক পাশে আগুন লেগেছে। সেখানে গার্মেন্টস কারখানার মালামাল রাখা হয় বলে তারা জানতে পেরেছেন। পয়লা বৈশাখের কারণে সেখানে কোনো লোকজনও ছিল না। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভবনের দোতলা ও তিনতলায় সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার রয়েছে। ভবনে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরেরও কার্যালয় রয়েছে। এ ছাড়া নিচতলায় মার্কেট হিসেবে বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। চতুর্থ তলা থেকে উপরের অংশে গার্মেন্টস কারখানা ও গার্মেন্টসের মালামাল রাখার গুদাম রয়েছে।
(NTV)

রিয়াল মাদ্রিদ সার্বিয়ার তরুণ স্ট্রাইকার লুকা জোভিককে দলে ভেড়াচ্ছে। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুটে খেলেন এই ২১ বছরের তরুণ। সুদর্শন চেহারা। দারুণ খেলে ক্লাবের হয়ে গোল করেছেন ২৫টি। রিয়ালের তরুণ এবং নতুন দল বিবেচনায় মানানসই তিনি। সার্বিয়ার এই তরুণ রিয়াল মাদ্রিদের নতুন 'নাম্বার নাইন' হবেন বলেই গুঞ্জন। 


তবে করিম বেনজেমাকে কি ছেড়ে দেবে রিয়াল মাদ্রিদ। জিদনাকে শুনতে হলো প্রশ্ন। জিদান জানালেন, ওই চিন্তা করলে তো রিয়ালে বিক্রির যোগ্য অনেক ফুটবলার আছে। যেমন: ইসকো, টনি ক্রুস, নাভাস, ভাসকেস, বেল কিংবা মারিয়ানো ডিয়াজরা। জিদানের ভাষায় রিয়াল মাদ্রিদে যে ফুটবলাররা আছেন তাদের কিনতে অনেক ক্লাব মুখিয়ে আছে।তিনি বলেন, 'বেনজেমা অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন। তাকে ক্যারিয়ার শুরুতে আমি মিডফিল্ডে বেশি খেলতে দেখেছি। সে আবার পরিপূর্ণ একজন নাম্বার নাইনও। বেনজেমাও জানে সে অনেক কিছু পারে। মাঠে প্লে মেকারও হতে পারে সে।' টনি ক্রুসকে নিয়ে গুঞ্জনের জেরে জিদান বলেন, 'সে দারুণ ফুটবলার। শুধু আমার কাছে নয়। গত পাঁচ বছরে সে যা করেছে সবার কাছেই ভালো সে। খুব ঠান্ডা মাথার একজন।'
ইসকো তিনি বলেন, 'বেনজেমা অনেকের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেন। তাকে ক্যারিয়ার শুরুতে আমি মিডফিল্ডে বেশি খেলতে দেখেছি। সে আবার পরিপূর্ণ একজন নাম্বার নাইনও। বেনজেমাও জানে সে অনেক কিছু পারে। মাঠে প্লে মেকারও হতে পারে সে।' টনি ক্রুসকে নিয়ে গুঞ্জনের জেরে জিদান বলেন, 'সে দারুণ ফুটবলার। শুধু আমার কাছে নয়। গত পাঁচ বছরে সে যা করেছে সবার কাছেই ভালো সে। খুব ঠান্ডা মাথার একজন।'
ইসকো জিদানের আগের মেয়াদে ঠিকমতো দলে সুযোগ পাননি। সোলারি বাতিলের খাতা ফেলে দেন তাকে। জিদান তাকে নিয়ে বলেন, 'ইসকো ভালো খেলেন। আমার প্রিয় সে। এখানে অনেক ফুটবলার আছে যাদের বিক্রি করা যেতে পারে। কারণ তারা সবাই ভালো খেলোয়াড়। অনেক ক্লাব তাদের কিনতে মুখিয়ে আছে। এটা নতুন কিছু নয়। আগামী মৌসুম আসুক দেখা যাবে কি হয়।'
নতুন ফুটবলার যাকেই কেনা হচ্ছে তাকে ধরা হচ্ছে রোনালদোর বদলি। জিদান বললেন, রোনলদোর জায়গা পূরণ করা সহজ নয়, 'আপনি যাকে দলে চান তাকে হয়তো পাবেন। কিন্তু রোনালদোর জায়গা তাতে পূরণ হবার নয়। সে চলে গেছে। আমরা অনেক ফুটবলার দলে ভেড়াচ্ছি। কিন্তু রোনালদো যা করে গেছে তারা তা করতে পারবে না। তা করতে তারা আসছে না। এটাই বাস্তবতা।'জিদানের আগের মেয়াদে ঠিকমতো দলে সুযোগ পাননি। সোলারি বাতিলের খাতা ফেলে দেন তাকে। জিদান তাকে নিয়ে বলেন, 'ইসকো ভালো খেলেন। আমার প্রিয় সে। এখানে অনেক ফুটবলার আছে যাদের বিক্রি করা যেতে পারে। কারণ তারা সবাই ভালো খেলোয়াড়। অনেক ক্লাব তাদের কিনতে মুখিয়ে আছে। এটা নতুন কিছু নয়। আগামী মৌসুম আসুক দেখা যাবে কি হয়।'
নতুন ফুটবলার যাকেই কেনা হচ্ছে তাকে ধরা হচ্ছে রোনালদোর বদলি। জিদান বললেন, রোনলদোর জায়গা পূরণ করা সহজ নয়, 'আপনি যাকে দলে চান তাকে হয়তো পাবেন। কিন্তু রোনালদোর জায়গা তাতে পূরণ হবার নয়। সে চলে গেছে। আমরা অনেক ফুটবলার দলে ভেড়াচ্ছি। কিন্তু রোনালদো যা করে গেছে তারা তা করতে পারবে না। তা করতে তারা আসছে না। এটাই বাস্তবতা।'
(samakal)

গত বছর নভেম্বরে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। হনিমুন পিরিয়ডের পরে জোরজার কাজও শুরু করে দিয়েছেন দু’জনে। কিন্তু যতবারই যুগলে প্রকাশ্যে কথা বলেছেন, ততবারই একটা কমন প্রশ্ন সামলাতে হয়েছে দু’জনকেই। ফ্যামিলি প্ল্যানিং কী? কবে বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা?


প্রথমে মজা করে উত্তর দিতেন। তার পর এড়িয়ে যেতেন। এ বার দৃশ্যতই এ প্রশ্নের সামনে বিরক্ত হলেন দীপিকা। বারবার প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন করাটা খুব আপত্তিজনক। বিরক্তিকর। ‘‘যখন সময় হবে, তখন ঠিক এ সব হবে’’ বিরক্তমুখে সাংবাদিকদের বলেন দীপিকা।
এই মুহূর্তে মেঘনা গুলজারের ‘ছপক’ ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এই ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। দীপিকার প্রস্থেটিক মেকআপ করছেন ক্লোভার উটন। যিনি এর আগে ‘সঞ্জু’তে রণবীর কপূরের চেহারা পাল্টে দিয়েছিলেন। ‘পরী’তে অনুষ্কা শর্মার মেকআপও করেছিলেন ক্লোভার। দীপিকার মেকআপে ক্লোভারকে সাহায্য করছেন মুম্বইয়ের শ্রীকান্ত।চিত্রনাট্য পড়ার পরেই মেঘনার কাছ থেকে দীপিকা জানতে চেয়েছিলেন, কী করে ছবিতে নিজের চরিত্রকে তিনি আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। এক জন অ্যাসিড ভিক্টিমের ঘুরে দাঁড়ানোর গল্প পর্দায় তুলে ধরা সহজ কথা নয়। কোনও রেফারেন্স পয়েন্টও নেই দীপিকার কাছে। মেঘনা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সাধারণের সঙ্গে বেশি করে মিশতে, তাঁদের ঘিরে থাকতে। ভুলে যেতে, যে তিনি স্টার! সেই নির্দেশ মেনে হোমওয়ার্ক করেছেন বলে জানিয়েছেন দীপিকা।
(anandabazar)

বাংলার মাটিতে বিজেপিকে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দার্জিলিংয়ে এক নির্বাচনি সমাবেশে তিনি এমন হুঁশিয়ারি দেন।







মমতা বলেন, মানুষকে বিপথগামী করতেই ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। তার ভাষায়, ওরা তো ধর্ম নিয়েই নোংরা রাজনীতি করে যায়। ওদের আর আছেটা কী! ওরা ধর্মের নামে নোংরা রাজনীতি করেই মানুষকে ভুলপথে চালিত করার চেষ্টা করছে। আর নির্বাচনের সময় এটাকে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির কাজে ব্যবহার করছে। ওদের বয়কট করুন। বাংলার মানুষ বিজেপির হিংসার রাজনীতিকে সমর্থন করে না। কী সাহস! ওরা তরবারি নিয়ে মিছিল করছে!

তিনি বলেন, কার গলা কাটতে চায় ওরা? আমি থাকতে এ বাংলায় কারও গলা কাটতে দেব না। যা পাচ্ছে সেই অস্ত্র নিয়েই মিছিল করছে! লাঠি দিয়ে কার মাথা ভাঙতে চায় ওরা? অত সহজ? বড় বড় কথা বলছে! বাংলায় এনআরসি (নাগরিকপঞ্জি) চালু করবে! কেন্দ্র থেকে উৎখাত করে দিন ওদের! ভাবছে বাংলা দখল করবে! আমি থাকতে বিজেপির ক্ষমতা নেই বাংলায় এনআরসি চালু করার।
এমন সময়ে মমতা এসব কথা বললেন যার মাত্র দুই দিন আগে ভারতের মুসলমান অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি-র প্রধান অমিত শাহ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন তিনি। বিজেপি প্রধান বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উঁইপোকার মতো। বিজেপি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ তার বক্তব্যে অবৈধ মুসলিম অভিবাসী বলতে তাদের বাংলাদেশি হিসেবে ইঙ্গিত করেছেন। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি দেওয়া হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ঘোষণারও পুনরাবৃত্তি করেন অমিত শাহ। সূত্র: পিটিআই, এনডিটিভি।
(banglatribune)

প্রিয়.কম) রাজধানীর রমনার বটমূলে সূর্যকে আহ্বান, পুরানো সব জীর্ণতা মুছে যাবে, চেতনায় লালিত হবে বাঙালি সংস্কৃতি, উগ্রবাদকে দূরে ঠেলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে মানুষ—এই প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে বঙ্গাব্দ ১৪২৬-এর যাত্রা।


আজ পহেলা বৈশাখ। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’। রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে রাগ ললিতের মধ্য দিয়ে সূর্য্যকে আহ্বান করা হয়। রাগ ললিতের পর সম্মিলিতভাবে গাওয়া হয় ‘মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে তোমার বিশ্বের সভাতে/ আজি এ মঙ্গলপ্রভাতে…’ গানটি।
এরপর ‘আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!/খুলে দেখ দ্বার, অন্তরে তার আনন্দনিকেত…’সহ পরপর দুটি একক সংগীত পরিবেশিত হয়। এরপর আবার সম্মিলিত সংগীত। এভাবে চলতে থাকে ছায়ানটের অনুষ্ঠান। আবৃত্তি করা হয় কবিতা।
এদিকে মেট্রোরেল প্রকল্পের কাজ চলতে থাকায় এ বছর বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার পথ। আজ সকাল ৯টায় অনুষদের সামনে থেকে বের হয়ে শাহবাগ মোড়, ঢাকা ক্লাব ঘুরে মঙ্গল শোভাযাত্রা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। পরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হবে শোভাযাত্রা।
শোভাযাত্রার পুরোভাগে থাকবে মহিষ, পাখি ও ছানা, হাতি, মাছ ও বক, জাল ও জেলে, টেপাপুতুল, মা ও শিশু এবং গরুর শিল্পকাঠামো। চারুকলা অনুষদ এ বছর মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করেছে ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’।
এ ছাড়া নববর্ষ উপলক্ষে আয়োজন রয়েছে বাংলা একাডেমি, শিশু একাডেমিতেও। বাংলা একাডেমির রবীন্দ্র-চত্বরে সকাল ৮টায় শুরু হয়েছে বর্ষবরণের আনুষ্ঠানিকতা।
প্রিয় সংবাদ/রুহুল

লেনদেনে খরার মাধ্যমে আরও একটি সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। তবে এ সময়ে কিছুটা হলেও দাপট দেখিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলো। 

মূলত প্রকৌশল খাতের কোম্পানিগুলোর ওপর ভর করেই গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড় লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে থাকতে পেরেছে। এর পরও আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে।



ডিএসইতে গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে ৩৩৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা তার আগের সপ্তাহের তুলনায় ১৬ দশমিক ৮৫ শতাংশ কম। লেনদেনের পাশাপাশি সপ্তাজুড়েই কমেছে মূল্যসূচক ও সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহজুড়ে শীর্ষে থাকা প্রকৌশল খাতে গড়ে প্রতিদিন ৪৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বস্ত্র খাতের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ টাকার। আর ৩৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বিদ্যুৎ ও জালানি খাত।
এছাড়া ফার্মাসিউটিক্যাল খাতে ৩৬ কোটি ৯৩ লাখ টাকা, ব্যাংক খাতে ২৮ কোটি ২৭ লাখ টাকা, খাদ্য ও বিবিধ খাতে ২৫ কোটি ৬৩ লাখ টাকা, টেলিকমিউনিকেশন খাতে ২৪ কোটি ৩ লাখ টাকা, চামড়া খাতে ১৮ কোটি ৭৪ লাখ টাকা, বীমা খাতে ১৭ কোটি ৫৯ লাখ টাকা, সিরামিক খাতে ১২ কোটি ৭৭ লাখ টাকা এবং আর্থিক খাতে ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাকি খাতগুলোর এককভাবে লেনদেনের পরিমাণ ১০ কোটি টাকার নিচে। এর মধ্যে বিবিধ খাতে ৯ কোটি ৯০ লাখ টাকা, সিমেন্ট খাতে ৫ কোটি ৪৯ লাখ টাকা, তথ্য ও প্রযুক্তি খাতে ৪ কোটি ৮৩ লাখ টাকা, সেবা ও আবাসন খাতে ১ কোটি ৬৮ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ কোটি ৬৬ লাখ টাকা, ভ্রমন ও অবকাশ খাতে ১ কোটি ২২ লাখ টাকা, পাট খাতে ১ কোটি ১৮ লাখ এবং পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে।

(jagonews24)

কিশোরগঞ্জ:
 আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১ হাজার ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ কৃষকদের হাতে কৃষি উপকরণগুলো তুলে দেন।




কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উপজেলার একটি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ১ হাজার ১৪০ জন কৃষক-কৃষাণির মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন প্রমুখ। 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯ 
(banglanews24)


এই সময় ডিজিটাল ডেস্ক:লোকসভা নির্বাচনের প্রচারে গাড়ির ব্যবহার নিয়ে কড়াকড়ি নির্বাচন কমিশনের। প্রার্থীদের রোড শে-এ একসঙ্গে দশটির বেশি গাড়ি বা বাইক থাকতে পারবে না। এ ছাড়া সেই দশটি গাড়ির কনভয় থেকে ১০০ মিটারের মধ্যে আর কোনও গাড়ি থাকবে বলে রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে। এ ছাড়া প্রার্থীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীর সংখ্যাতেও রাশ টানতে চাইছে কমিশন। 






নির্বাচনী আচরণবিধিতে প্রার্থীর কনভয়ে একসঙ্গে ১০টি গাড়ি ও বাইকের ওপর নিষেধাজ্ঞা আছে। দ্বিতীয় দফার ভোটের আগে এই নির্দেশিকা আরও কঠর করতে চায় কমিশন। এই নির্দেশ সব রাজনৈতিক দলকে জানিয়ে দেওয়া হয়েছে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন।

এদিকে, সিইও-র দফতরের মধ্যে বিজেপি নেতাদের শুক্রবারের ধরনা নিয়ে পদক্ষেপ করল কমিশন। এই ঘটনার জন্য এদিন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছিল। নির্বাচন কমিশনের দফতরের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। 
(eisamay)

মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে ভেসে বেড়াচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখের অদ্ভুত এক ছবি। ট্রাম্পের চোখের অভিব্যক্তি নিয়ে দ্বিধায় পড়েছেন মার্কিনিরা। একে কেউ সুন্দর বলছেন, একই সঙ্গে আবার ক্রোধের প্রকাশ দেখছেন অনেকে।
গত বুধবার হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ট্রাম্প। এমন মুহূর্তে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আলোকচিত্রী পাবলো মার্টিনেজ মনসিভাইজের ক্লিক করা ছবিটিতে ট্রাম্পের চোখের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাঁর সামনে থাকা সাংবাদিকদের জটলা।



বিতর্কিত বক্তব্য ও সিদ্ধান্তের কারণে প্রায়শই সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হতে হয় ট্রাম্পকে। সেকারণে স্বভাবতই সাংবাদিকরা তাঁর চক্ষুশূলে পরিণত হয়েছেন বহু আগেই। এটি যেন তারই প্রতিচ্ছবি।কোনো খবর তাঁর বিরুদ্ধে গেলেই ট্রাম্প সবসময়ই সেটিকে ভুয়া খবর বলে উড়িয়ে দেন। গণমাধ্যম ও সংবাদকর্মীদের বিরুদ্ধে তিনি ভুয়া খবর ছড়ানোর অভিযোগ করেন হরহামেশাই। ‘ছবি কথা বলে’ তাঁর মোক্ষম প্রমাণ এই ছবিটি।
অনেকেই নানারকম প্রতিক্রিয়াসহ ছবিটি শেয়ার করেছেন। জ্যোতির্বিজ্ঞানীদের সদ্য প্রকাশিত ব্ল্যাক হোলের ছবির সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ। বৃহস্পতিবার টুইটারে একজন ব্ল্যাক হোল ও ট্রাম্পের চোখের ছবি দুটিকে একসঙ্গে মিলিয়ে লিখেছেন, একই দিনে আশ্চর্যজনক দুটি ছবি।
অসাধারণ এই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। আলোকচিত্রী পাবলো মার্টিনেজ মনসিভাইজও ভাবতে পারেননি যে তিনি এমন অসাধারণ মুহূর্তকে ধরতে পারবেন। কাজ শেষে বাড়ি ফেরার আগমুহূর্তে কিছুটা সম্পাদনা করে ছবিটি টুইটারে পোস্ট করেন তিনি। এরপরই দেখা যায় তুলকালাম কাণ্ড। চারিদিকে আলোচনা শুরু হয় ছবিটি নিয়ে।
(Ntv)

ডেস্ক রিপোর্ট : পহেলা বৈশাখ, বঙ্গাব্দের প্রথম দিন। বাংলা বর্ষবরণের এ দিন সারাদেশে থাকে উৎসবের আমেজ। এ দিন অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকে। তবে এবার পহেলা বৈশাখের দিনেও পরীক্ষা দেবে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) অধীনের বার্ষিক পরীক্ষা এই দিন অনুষ্ঠিত হবে। (বাংলা ট্রিবিউন)

জানা গেছে, হিজরি বর্ষপঞ্জি হিসেবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বেফাক। বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভার সুপারিশ ও মজলিশে আমেলার সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৪২তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর তারিখ ২ শাবান (১৪৪০ হিজরি) অনুসারে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়। সে সময় নির্ধারিত পরীক্ষার রুটিনে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনেও পরীক্ষার তারিখ ছিল।
পরবর্তীতে ১১ এপ্রিল বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সব পরীক্ষা স্থগিত করা হয়। একই সঙ্গে সেদিনের পরীক্ষা ১৭ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয়। তবে ঘণ্টাখানেকের মধ্যে সিদ্ধান্ত বদলায় বেফাক। বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরব্বিদের পুনরায় সিদ্ধান্ত অনুসারে ১৪ এপ্রিলের পরীক্ষা বহাল রাখা হলো।
একটি কওমি মাদ্রাসারা শিক্ষক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাধীনতা দিবস, বিজয় দিবসে কওমি মাদ্রাসাগুলোতে ছুটি থাকে। এর বাইরে অন্য দিন স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়। পহেলা বৈশাখের দিনে অতীতে কোনও মাদ্রাসায় পরীক্ষা হয়নি তবে মাদ্রাসাগুলোর স্বাভাবিক কার্যক্রম চলেছে। এবারই প্রথম পহেলা বৈশাখের দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
এ প্রসঙ্গে বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘পরীক্ষার সময়সূচি নির্ধারণ একটি জটিল কাজ। তবে পহেলা বৈশাখের দিন পরীক্ষা আছে কিনা আমার জানা নেই।’
(amadershomoy)

পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আগেই জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তবে বাঙালির এই প্রাণের উৎসবে নিরাপত্তার কোনো ফাঁকও রাখতে চান না তারা। তাই প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এবার থাকবে পুলিশের নানা প্রযুক্তিগত নিরাপত্তা। 
রোববার রমনা বটমূল আর সোহরাওয়ার্দী উদ্যানের আয়োজনে নিরাপত্তা তদারকি হবে ড্রোনের চোখ দিয়েও। বিস্ফোরক শনাক্তে থাকবে বোম্ব ডিসপোজাল রোবট (আরওভি)।



ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত বিভাগ-কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটে (সিটিটিসি) সম্প্রতি যুক্ত হয়েছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এই সার্ভিলেন্স ড্রোন আর রোবট। আর বাঙালির প্রাণের উৎসব এই নববর্ষের নিরাপত্তায় প্রথমবারের মতো নামানো হচ্ছে এই দুটি যন্ত্র। শনিবার রমনা বটমূলে প্রযুক্তি নির্ভর যন্ত্র দুটি দিয়ে মহড়া কার্যক্রমও চালিয়েছে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের বোম্ব ডিসপোজাল ইউনিট।
সিটিটিসির একজন বিস্ফোরক বিশেষজ্ঞ পুলিশ সুপার ছানোয়ার হোসেন সমকালকে বলেন, মানুষের ভিড়ের মধ্যে এই সার্ভিলেন্স ড্রোন কাজ করে। ড্রোনটি ভিড়ের উপর থেকে মানুষের মুখমণ্ডলের ছবি নেয়। হাজারো মানুষের মধ্যে অপরাধী কে-তা ছবি বিশ্নেষণ করে বুঝা যাবে। অপরাধীর গতিবিধি চিহ্নিত করা যাবে।
পাশাপাশি কোথাও বিস্ফোরক থাকলে তা অত্যাধুনিক রোবটটি অনেক দূর পর্যন্ত শনাক্ত করতে সক্ষম বলে জানান সিটিটিসির এই কর্মকর্তা। তিনি বলেন, সশরীরে পুলিশ যেখানে পৌঁছতে পারে না-রোবটটি সেখানে গিয়ে বিস্ফোরকের ছবি আনতে পারে, সেটি নিষ্ক্রিয় করতে পারে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি নিরাপত্তায় বরাবরের মতো এবারও আকাশে ওড়বে র‌্যাবের হেলিকপ্টার। এ ছাড়া সিটিটিসির বিশেষায়িত টিম সোয়াট, ডগ স্কয়াড কে-নাইন ইউনিটও থাকছে মাঠে।
(samakal)

আরএইচ রফিক : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লায় অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন রাধা মাধব মন্দিরে শুক্রবার রাতে এক দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সঙ্গবদ্ধ একটি চোরের দল রাতের আধারে মন্দিরের সার্টারিং এর তালা ভেঙ্গে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।



এ বিষয়ে মন্দিরে পুরোহিত নিয়তি সাহা জানায়, সান্তাহার রথবাড়ীর সার্বজনীন রাধা মাধব মন্দিরে শুক্রবার রাতে হিন্দু ধর্মাম্বলীর লোকজন প্রতিদিনের ন্যায় রাতের পূজা শেষ করে বাসায় চলে যায়। সকালে পূজা করতে এসে দেখি মন্দিরের সার্টারিং এর তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। তালা ভাঙ্গা দেখে লোকজনকে খবর দিলে তারা এসে দেখে যে, মন্দিরে থাকা পূজার কাজে ব্যবহার করা বড় ঘন্টা ১টি, প্রতিমার কানে থাকা প্রায় ২ ভড়ি ওজনের সোনার দুল, নাকের নথ, ১০ ভড়ির ওজনের চান্দির বাঁশি, পিতলের মুর্তি কৃষ্ণ ৩০টি ও বেশ কিছু কাসার থালা বাসনসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি সোহন লাল সাহা বলেন, মন্দির চুরির ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। স্বাধীনতার পর থেকে আমাদের মন্দিরে কোন চুরির ঘটনা ঘটেনি। মন্দির চুরির ঘটনায় হিন্দু ধর্মাম্বলীর মানুষের মাঝে আতংক বিরাজ করছে।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান মন্দির চুরির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত আদমদীঘি থানায় কোন মামলা দায়ের হয়নি।
(amadershomoy)


কালবৈশাখী ঝড়ে পণ্ড চৈত্র সংক্রান্তির নানা আয়োজন। ছবি: বাংলানিউজ
ঢাকা: বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির সব আয়োজন পণ্ড করে দিয়েছে কালবৈশাখী ঝড়। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। 


কিন্তু চৈত্রের শেষ বিকেলের ঝড় সেই আয়োজনকে পণ্ড করে দিয়েছে। শিল্পকলার মাঠে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বানানো মঞ্চ ঝড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক মাসুদ সুমন বাংলানিউজকে বলেন, একাডেমি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির উৎসব ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে। তবে রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান সকাল ৮টায় শুরু হবে। আর বিকেলে হবে একডেমি প্রাঙ্গণে। 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিসিজি/এমএ 

(banglanews24)

চাঁদে অবতরণের সময় ইসরাইলের একটি মাহাকাশযান বিধ্বস্ত হয়ে নিখোঁজ হয়েছে। বেরেশিট নামের ওই মহাকাশযানটি অবতরণের আগে ইঞ্জিনের কারিগরি সমস্যার কারণে বিধ্বস্ত হয়।

শুক্রবার (১২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, চাঁদের বিভিন্ন ছবি তোলা ও পরীক্ষা-নিরীক্ষা চালানোই ছিল এই মহাকাশযান পাঠানোর মিশন। কিন্তু সেই মিশন পূরণ হলো না ইসরায়েলের।



সাত সপ্তাহ যাত্রা শেষে চন্দ্রপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটারে শেষ কক্ষপথে পৌঁছানোর চেষ্টা চালিয়েছিল মহাকাশযানটি। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটি বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে মহাকাশযান পাঠাতে সফল প্রচেষ্টা চালিয়েছিল। সেই তালিকায় চতুর্থ দেশ হিসেবে নিজেদের নাম লেখাতে চেয়েছিল ইসরায়েল।

গত ২২ ফেব্রুয়ারি ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করে মহাকাশযানটি।

(somoynews)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget