ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ন বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয়ার যে দাবি বুধবার রাশিয়া করেছে তা অস্বীকার করেছে ইউক্রেন।
প্রেসিডেন্ট জেলনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচকে উদ্ধৃত করে বলছে রয়টার্স বলেছেন, ‘শহরটির এখনও পতন হয়নি। আমরা এখনও প্রতিরোধ চালিয়ে যাচ্ছি।’
তবে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে খেরসনের রাস্তায় রুশ সৈন্যরা টহল দিচ্ছে। দক্ষিণের আরো একটি গুরুত্বপূর্ন বন্দর শহর মারিওপোলে রুশ সৈন্যরা ঘিরে ফেলে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে।
মারিওপোলের মেয়র বলেছেন রাতভর রুশ গোলাবর্ষণে প্রচুর বেসামরিক লোকের মুত্যু হয়েছে। অবশ্য তিনি কোনো সংখ্যা বলতে পারেননি। ওদিকে রাজধানী কিয়েভ থেকে বিবিসির একজন সংবাদদাতা বলেছেন শহরে সকাল থেকে একধরণের ভীতিকর নিস্তব্ধতা বিরাজ করছে।
কিয়েভের মেয়র বাসিন্দাদের সতর্ক করেছেন রুশ সৈন্যরা শহরের দিকে এগুচ্ছে। তিনি তাদের ঘরে থাকতে এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন।
মেয়র ভিতালি ক্লিচকো বলেন ‘শত্রু ক্রমেই কাছে চলে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি কীভাবে কিয়েভকে রক্ষা করবো। আমি কিয়েভের মানুষদের বলছি তারা যেন সাহস না হারান।
সূত্র : বিবিসি
একটি মন্তব্য পোস্ট করুন