ফেনীর ফুলগাজীতে স্বর্ন ছিনতাই করার অপরাধে ছোবেরা খাতুন (৩৬) ও রিপা আক্তার (২৪) নামের দুই মহিলা ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার ২ মার্চ উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইন সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত ছোবেরা খাতুন ব্রাহ্মণবাড়িয়া জেলার ধরমন্ডল গ্রামের মানিক মিয়ার স্ত্রী, রিপা আক্তার হবিগঞ্জ জেলার গনিপুর গ্রামের আবু লায়েন্স পাবেলের স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, কিসমত বাসুরা গ্রামের মৃত আনোয়ারুল্লাহ চৌধুরীর স্ত্রী সাফিয়া খাতুন মজুমদার (৬৩) উপজেলার পুরাতন মুন্সিরহাট বাজার থেকে টমটম(ইজিবাইক) যোগে বাড়ীতে যাওয়ার জন্য রওয়ানা করে। এসময় গাড়িতে তাঁর পাশের সিটে এবং সামনের সিটে বসা দুই মহিলা যাত্রী শাফিয়া খাতুনের গলায় পরিহিত স্বর্ণের চেইনটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশের উপ পরিদর্শক আমির হোসেন ও এ এস আই নুরুন্নবী অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার করে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মঈনউদ্দীন দুই মহিলা ছিনতাইকারীকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা রুজু করেন যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন