পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত’র স্থলাভিষিক্ত হলেন সৈয়দা শমসাদ বেগম। তিনি এর আগে বাঞ্চারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
সৈয়দা শমসাদ বেগমের বাড়ী কুমিল্লা। সে ৩৩ তম বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। আগামী সপ্তাহের শুরুতে তিনি পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের কথা রয়েছে।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত পদোন্নতি পেয়ে ঢাকার রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করবেন।
মানবিক ইউএনও হিসাবে পরিচিত প্রিয়াংকা দত্ত অত্যন্ত সুনামের সাথে পরশুরাম উপজেলায় কর্মরত ছিলেন। তিনি করোনার মহাসংকটকালীন সময়ে পরশুরাম বাসীকে সুরক্ষিত রাখতে নিরলস পরিশ্রম করে জনগনকে সচেতন করার পাশাপাশি সরকারের নির্দেশনা মোতাবেক হতদরিদ্রদের মাঝে সরকারের উপহার ত্রাণ সামগ্রী পৌছে দেয়া, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহহীনদের ঘর উপহার দেয়া সহ বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নসহ বিভিন্ন দাপ্তরিক কাজ অত্যন্ত সুনামের সাথে করেছেন।
প্রিয়াংকা দত্ত গত বছরের ৩ এপ্রিল তিনি পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন