ভারতীয়দের উদ্ধারে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানোর নির্দেশ মোদীর | Russia-Ukraine Conflict


বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে আটক ওই পড়ুয়ার দাবি।



ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে আরও বিমান পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। উদ্ধার প্রক্রিয়ার গতি আনতে সেখানে পাঠানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম সামরিক পরিবহণ বিমান সি-১৭ গ্লোবমাস্টার। প্রধানমন্ত্রী মোদী বায়ুসেনাকে মঙ্গলবার থেকেই ‘অপারেশন গঙ্গা’ (ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার কর্মসূচি)-য় অংশ নিতে বলেছেন। গত বছর আফগানিস্তানে আটক ভারতীয়দের উদ্ধার করতে সি-১৭ গ্লোবমাস্টার বিমান পাঠানো হয়েছিল।


এরই মধ্যে মঙ্গলবার, যুদ্ধের ষষ্ঠ দিনে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনার বোমাবর্ষণে এক ভারতীয়ের মৃত্যুর খবর মিলেছে। খারকিভে আটক অন্য এক ভারতীয় পড়ুয়া বলেন, ‘‘সোমবার সকালে আমাদের দ্রুত শহর ছাড়তে বলা হয় ভারতীয় দূতাবাসের তরফে। তার পর আমরা আর দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’’


বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, রুশ বোমা এবং ক্ষেপণাস্ত্র হানা এড়াতে খারকিভে আটক ভারতীয়দের ট্রেনে করে ইউক্রেনের পড়শি দেশগুলিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, গাড়িতে গেলে রুশ বাহিনীর নিশানা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু খারকিভ স্টেশনে আটক বহু ভারতীয় এখনও ট্রেনে উঠতে পারেননি বলে আটক ওই পড়ুয়ার দাবি।

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget