Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া


অলিভিয়া বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজে হামলা ও একজন নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। দেশটি নিহত বাংলাদেশির স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পিছু হটার সময় লোকজনকে জিম্মি ও মানবঢাল হিসেবে ব্যবহার করছে।


ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক পেইজে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অলভিয়া বন্দরের (ইউক্রেন) অভ্যন্তরীণ নোঙ্গরঘরে অবস্থানরত বিএসসি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশি হাদিসুর রহমান মিসাইল হামলার ফলে নিহত হয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ান পক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।  

রাশিয়া দূতাবাস আরো জানায়, তথ্য-উপাত্তের ভিত্তিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড বারবার বলেছে, পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি চালায় এবং ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়। ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা তাদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে। এটি তাদের সন্ত্রাসী কৌশল।


রাশিয়া দূতাবাস বলেছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধান, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২ -১১, +৭ ৪৯৫ ৪৯৮-৪১-০৯) চালু করেছে। এ ছাড়া এ বিষয়ে ই-মেইলেও (gumvs@mil.ru) যোগাযোগ করা যাবে।


আরো পড়ুন:









একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget