খেরসনের পতন, রুশ সেনাদের নির্দেশ মানতে মেয়রের আহ্বান | The fall of Kherson, the mayor's call to obey the orders of the Russian army


ইউক্রেনে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। কয়েকটি শহর এরইমধ্যে তারা দখলে নিয়েছে।

এর মধ্যে আছে দেশটির অন্যতম বড় শহর খেরসন। রাজধানী কিয়েভ থেকে ৩০০ মাইল দক্ষিণের এই নগরীতে বাস করে প্রায় তিন লাখ নাগরিক।

শহরটি দখল করে প্রশাসনিক দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় সেখানকার মেয়র নাগরিকদের জীবন বাঁচানোর আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা রুশ সেনাদের নির্দেশ মেনে চলুন।   


মেয়র ইহর কোলিখায়েভ এক ফেসবুক বার্তায় বলেন, “সিটির নাগরিকদের উচিত রাশিয়ার সশস্ত্র বাহিনীর কথা মেনে চলা, যারা ইতোমধ্যে নগরীর প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছে। ”


তিনি জানান, সশস্ত্র ১০ রুশ সেনা সিটি হল ভবনে হামলা চালিয়ে প্রশাসনিক দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে।  


তিনি বেসামরিক নাগরিকদের ওপর গুলি না চালাতে রুশ সেনাদের প্রতি অনুরোধ জানিয়েছেন।  


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল

একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget