বয়স্ক ভাতা'র টাকা আত্মসাৎ
Embezzlement of old age allowance money
ওই ঘটনায় সোমবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টায় অভিযোগের শুনানি নির্ধারণ করে উভয় পক্ষকে হাজির হতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
যুবক সাকিব হোসেনের বাড়ি উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামে। সুবিধাভোগীর বাড়িও একই গ্রামে।
আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার
অভিযোগ থেকে জানা গেছে, জসির উদ্দীন অনেক দিন ধরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে বয়স্ক ভাতার টাকা পেয়ে আসছিলেন। করোনাভাইরাস পরিস্থিতির পর ঘরে ঘরে ভাতার টাকা পরিশোধের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২০২১ সালে ভাতা প্রদান কার্যক্রম চালু হয়।
এতে নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোন নম্বর জমা দেন সুবিধাভোগী জসির উদ্দীন। কিন্তু অভিযুক্ত সাকিব হোসেন কৌশলে ওই বিকাশ নম্বর পরিবর্তন করে নিজের মোবাইল ফোন নম্বর বসিয়ে দেন। এতে এক বছরের বেশি সময় ধরে টাকা তুলে আত্মসাৎ করে আসছিলেন তিনি।
অভিযোগকারী ফইজুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোন নম্বরে বয়স্ক ভাতার টাকা না আসায় আমরা স্থানীয় সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করি। সেখানে গিয়ে দেখি যে মোবাইল ফোন নম্বরটি পরিবর্তন করেছে সাকিব। প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে এই বিষয়ে একাধিকবার বললেও প্রথমে স্বীকার করেনি।, পরে স্বীকার করেন।’
সাকিব হোসেন ব্যক্তিগত বিকাশ নম্বরে বয়স্ক ভাতার টাকা পেয়ে উত্তোলন করার কথা স্বীকার করেন প্রতিনিধির সঙ্গে।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন