ফরিদপুরে ২ ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক
Two fake DGFI officers arrested in Faridpur
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২ জন ভুয়া ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ধারীদের আটক করা হয়েছে।
সোমবার(১৪ মার্চ) জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটককৃত দুই জন হলেন, সাবেক সেনাসদস্য(এমওডিসি) মো. আনোয়ার হোসেন বাবু (৫৫) এবং তাঁর ছেলে লিমন বাবু (২৫)। তাঁদের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামে।
ফরিদপুর গোয়েন্দা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিকুল ইসলাম জানান, ডিজিএফআই ফরিদপুর জেলার প্রতিনিধির দেওয়া সূত্র ধরে ফরিদপুর শহরের হাউজিং স্টেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আনোয়ার হোসেন বাবু ও তাঁর ছেলে লিমন বাবুকে আটক করা হয়।
আরো পড়ুন: তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার
তিনি আরও জানান, তাঁদের কাছ থেকে আটটি লাইসেন্সবিহীন ওয়াকিটকি, চাকরি দেওয়ার নাম করে পুলিশ, অ্যাভিয়েশন বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগের পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী আবেদনকারীদের জীবনবৃত্তান্তের কপি এবং ব্লাংক স্ট্যাম্পে স্বাক্ষর করা একাধিক স্ট্যাম্প, সেনাবাহিনীর ব্যবহৃত পিটি সু, সার্ভিস সু, উক্ত কাজে ব্যবহৃত একাধিক সিম, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন কাগজপত্র এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:
জয়নাল হত্যা মামলার সব আসামি খালাস; পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
Russia Ukrain: বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া
একটি মন্তব্য পোস্ট করুন