রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলো ইউক্রেন
Ukraine warns Russia
ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। এদিকে, যুদ্ধবিরতি নিয়ে এক ধরনের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
ইরিনা ভেরেশচুক সতর্ক করে বলেছেন, 'যুদ্ধবিরতির সুযোগ নিয়ে রাশিয়া যেন তার সেনাদের আরও সামনের দিকে এগিয়ে না নেয়।'
তিনি আরও বলেন, তার সরকার এমন কিছু খবর এখন ‘যাচাই’ করে দেখছে যেখানে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে শরণার্থী যাতায়াতের করিডোর বরাবর রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে।
ইরিনা বলেন, 'আন্তর্জাতিক রেডক্রস এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে। তারাই বেসামরিক লোকজনকে বের আনতে সামনের কাতারে থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন