Latest Post

গত বছর সন্তানের মা হওয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সাথে বাগদান সম্পন্ন করেছেন। আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বলে প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
শুক্রবার এক অনুষ্ঠানে আরডার্নের বাম হাতের আঙুলে ডায়মন্ডের আংটি শোভা পেতে দেখা যায়। এরপর থেকে এই যুগলের এনগেজমেন্টের খবর ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমকে আরডার্নের মুখপাত্র জানিয়েছেন, ইস্টার সানডের দিনে বাগদান সম্পন্ন করেছেন এই যুগল।

গত বছর প্রথম সন্তানের মা হন জেসিন্ডা। তার এই কন্যা সন্তানের নাম রাখা হয় নিভ টে আরোহা। চলতি বছরের জানুয়ারিতে বিবিসির ভিক্টোরিয়া ডার্বিশায়ার আরডার্নকে প্রশ্ন করেছিলেন, গেফোর্ডকে তিনি কখনো বিয়ের প্রস্তাব দেবেন কি-না?
জবাবে তিনি বলেছিলেন, না, আমি কখনো তেমনটি করবো না। আমি তাকে এমন যন্ত্রণা আর পীড়নের মধ্যে রাখতে চাই; যেন সে নিজেই বিষয়টি উপস্থাপনের তাড়না বোধ করেন।
গত ১৫ মার্চে জুমআর নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর নিজের নেতৃত্বের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হন আরডার্ন। এর আগে তিনি বলেছিলেন, গেফোর্ড তাদের সন্তানকে দেখভালের জন্য বাড়িতেই অবস্থান করবেন।
রেডিও নিউজিল্যান্ডকে প্রধানমন্ত্রী বলেন, আমি খুব, খুব সৌভাগ্যের অধিকারী। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন গেফোর্ডের দায়িত্ববোধের কথা। তিনি বলেন, আমার পাশে এমন একজন সঙ্গী রয়েছেন, যিনি যৌথ-দায়িত্বের বিশাল অংশের ভার গ্রহণ করেছেন। কারণ তিনি কেবল একজন শিশু রক্ষণাবেক্ষণকারী নন, তিনি একজন পিতাও।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২০১২ সালে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আরডার্ন এবং গেফোর্ডের প্রথম দেখা হয়েছিল। আরডার্ন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেয়া দ্বিতীয় কোনো বিশ্ব নেতা।
প্রথম জন ছিলেন পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
(jagonews24)

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল বাতিল এবং দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণার পর সবার কৌতুহল-ট্রফি পাচ্ছে কারা?
ফাইনাল বাতিল ঘোষণার ব্রিফিংয়ে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছিলেন, লটারির মাধ্যমে ট্রফিটি প্রদান করা হবে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম ত্যাগের পর বাফুফে ও টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সিইও এম ফাহাদ করীম বসে দুই দলকেই দুটি ট্রফি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কিন্তু কিভাবে? ট্রফি তো তৈরি করা হয়েছে একটি এবং তাও আনা হয়েছে লন্ডন থেকে। আর শনিবার সকাল ১০ টায় লাওস দলের ফ্লাইট। তাহলে কি এই ট্রফিটাই তাদের হাতে দিয়ে দেয়া হচ্ছে?
‘না। এখন যে ট্রফিটা আছে সেটা থাকছে মৌসুমীদেরই। লাওসের জন্য আরেকটি ট্রফি বানিয়ে দেয়া হবে। ইতিমধ্যে লন্ডনে একই রকমের আরেকটি ট্রফি তৈরি করতে বলা হয়েছে’-শুক্রবার রাতে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
লাওস দল তো শনিবার সকালেই চলে যাচ্ছে। ট্রফি তৈরিতেও কয়েকদিন সময় লাগবে। তাহলে কি লন্ডন থেকে ট্রফি ঢাকায় এনে কোনো এক সময় লাওসকে দেয়া হবে? বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘ট্রফি লন্ডন থেকেই লাওস পাঠানো হবে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ঠিকানা দিলে তারা সেভাবেই লাওসে ট্রফি পাঠিয়ে দেবে।’
যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ায় দুই দলের মধ্যে প্রাইজমানিও সমান ভাগ করে দেয়া হচ্ছে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ২৫ হাজার মার্কিন ডলার এবং রানার্সআপ দলের ১৫ হাজার মার্কিন ডলার। এখন ৪০ হাজার মার্কিন ডলার দুই দলের মধ্যে সমান ভাগ করে দেয়া হচ্ছে।
(jagonews24)

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা গেটে যাত্রীবাহী কোচের ধাক্কায় ইজিবাইক চালকসহ তিনজন ও ডোমার উপজেলার পাঙ্গামটকপুরে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহী কোচ নীলফামারী সড়কের সৈয়দপুর ওয়াপদা গেটের সামনে ওভারটেক করার সময় পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইকচালক মিন্টু হোসেন (৩৫)।

ইজিবাইকে থাকা দুই যাত্রীকে গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে আফতাব হোসেন (৪০)ও আব্দুর রহিমকে (৩৫) চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তিনজনই নীলফামারীর ঢেলাপীর উত্তরা আবাসনের বাসিন্দা বলে পুলিশ জানায়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক দুইঘণ্টা অবরোধ করে রাখে। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
অপরদিকে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিজানুর রহমান মিজান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টায় রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মিজান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলবাড়ি এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে ও ডিমলা উপজেলার বাবুরহাট বাজারের কাপড় ব্যবসায়ী কবীর ইসলামে ছোট ভাই। তিনি গত ৩০ এপ্রিল মোটরসাইকেলে ডোমার উপজেলা থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় ডোমার পাঙ্গামটকপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করলে পরে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিনদিনের মাথায় তার মৃত্যু হয়। সৈয়দপুর থানা পুলিশের ওসি শাহজাহান পাশা জানান, ঘাতক কোচ ও চালককে চিন্হিত করার চেষ্টা চলছে।
(jagonews24)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের পরিচয় মিলেছে। দেশটির সাগরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হন। গুরুতর আহত হন আরও চারজন। বুধবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-
১. বাহাদুর, পিতা- হাবেজ উদ্দিন। মাতা- মালেকা। ঝাগরমান কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর- BW 0337299
২. মো. রফিকুল ইসলাম, পিতা- মো. আনোয়ার হোসেন। মাতা- মোছা. হিরা খাতুন। মাধবপুর বাহাদুরপুর, ভেড়ামাড়া, কুষ্টিয়া। পাসপোর্ট নম্বর- BW0798074 
৩. মো. ইউনুস আলি, পিতা- মো. আব্দুল খালেক, মাতা- মোছা. আমেনা খাতুন। রঘুনাথপুর আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। পাসপোর্ট নম্বর BY 0525493
৪. মো. জামাল উদ্দিন মাঝি, পিতা- মান্নান মাঝি, মাতা- নুরজাহান। তারাকান্দি মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: BN 0571736
৫. মো. গিয়াসউদ্দিন মৃধা, পিতা- মো. তফিজউদ্দিন মৃধা। মাতা- মোছা. হামিদা। তেগরা মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: BL 0177817
৬. মো. জুয়েল, পিতা- মো. গিয়াসউদ্দিন মাতা- আমেনা খাতুন। বাহাদিয়া পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। পাসপোর্ট নম্বর: BE 0245406
৭. মো. ইমদাদুল, পিতা- রশিদ, মাতা- মোছা. কাজলি বেগম। তাতারদি শেখেরগাঁ মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: BX 0400348
৮. মো. মানিক, পিতা- মো. রমজান আলী, মাতা- মোছা. মানিকজান। তুরুকবাড়িয়া মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: BX 0505953
৯. মো. আল আমিন, পিতা- আব্দুল মান্নান শেখ মাতা- পদেনা বেগম। দমনমারা খিদিরপুর মনোহরদি, নরসিংদী। পাসপোর্ট নম্বর: BP 0049523
১০. মো. মনির, হোসেন পিতা- মো. শামসুল হক মাতা- মমতাজ বেগম। কস্তুরিপাড়া কালিহাতি, টাঙ্গাইল। পাসপোর্ট নম্বর: BX 0564818
দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। 
দুর্ঘটনায় আহত নাজমুল নামের এক বাংলাদেশি জানান, আমরা দু’জন সুস্থ আছি। তিনজনের অবস্থা একটু খারাপ। ১০ মারা গেছে।
মাইক্রোবাসে ১৭ জন ছিলেন। ঘটনার আগের দিন (৩০ এপ্রিল) রাতে দাম্মাম থেকে মদিনার দিকে যাচ্ছিলেন তারা। 
পরদিন সকাল সাড়ে ৭টায় হঠাৎ গাড়ির চাকা বার্স্ট হয়। গাড়িটা ডিগবাজি খেয়ে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। 
(jagonews24)

শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ফণীর পেটেই গেলো প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল। আজ (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ ও লাওসের মেয়েদের মধ্যে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ।
কিন্তু ম্যাচ শুরুর আগে কয়েক দফা বৃষ্টি এবং বড় আকারে ফণীর আঘাত হানার শঙ্কা মিলিয়ে ফাইনাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফের।

নির্ধারিত সময়ের পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে তাৎক্ষণিক ব্রিফিং করে এ সিদ্ধান্তে কথা জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি এবং স্থানীয় সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। ফাইনাল বাতিল করে বাংলাদেশ ও লাওসকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা দেয়া হয়েছে।
দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলেও ট্রফি পাবে কারা? মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘আমরা লটারি করে ট্রফি প্রদান করবো।’
বিকেল চারটার দিকে বৃষ্টি হওয়ার পর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া ম্যাচ বাতিল হওয়ার মতো ছিল না। মাঠেও ছিল ভালো। তারপরও কেন ম্যাচ শুরু না করেই বাতিল করা হলো?
এমন প্রশ্নের জবাবে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টসের সিইও এম ফাহাদ করীম বলেন, ‘যখন ফাইনাল শুরু হওয়ার কথা ঠিক তখনই ফণীর আঘাত। দেশের ১৯ টি জেলার মানুষ এখন বিপদমুক্তির জন্য প্রার্থনা করছে। আমি বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। সবাই আমাদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাই ফাইনাল বাতিল করা হয়েছে।’
(jagonews24)

প্রতিবেশী ভারতের বিভিন্ন প্রদেশের উপকূলে বৃহস্পতিবার রাত হতে আঘাত হানতে শুরু করা ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার সন্ধ্যা থেকে কক্সবাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ কক্সবাজারে হালকা বৃষ্টিপাত শুরু হয়। তবে এ সময় বাতাসে উল্লেখযোগ্য গতিবেগ ছিল না। কিন্তু উপকূলে মাঝারি বেগে বাতাস প্রবাহিত হবার পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অমানিশার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বাড়ছে বলে দাবি করে জেলেরা জানান, কক্সবাজারের উপকূলে জোয়ারের পানি বাড়লেও শুক্রবার সকাল হতেই বিগত দিনগুলোর মতোই ঝলমলে আকাশে বৈশাখের দাবদাহ চলছিল। তবে মাঝে মাঝে সাদা উড়ন্ত মেঘ সূর্যকে অল্পক্ষণ ঢেকে রেখে লুকোচুরি খেলেছে সারাদিন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় জানান, সন্ধ্যা হতে ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে দ্বীপ এলাকায়। আছরের নামাজের শেষে উপজেলার দুর্গম এলাকার দুর্যোগপ্রবণ এলাকার হাজারাও মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বাকিদেরও প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়েছে
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম জানান, বৃষ্টিপাত শুরু হলেও শুধুমাত্র রাজাখালী ও টেইটং থেকেই লোকজনকে দিনের আলোতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আর যেসব এলাকায় আশ্রয়কেন্দ্র নিকটবর্তী সেসব এলাকার স্বেচ্ছাসেবক ও লোকজন নিজেরাই তৈরি হয়ে আছে। প্রয়োজন পড়লেই তারা নিরাপদ আশ্রয়ে ফিরবে।
আরেক দ্বীপ উপজেলা মহেশখালীর সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকা ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান জানান, বঙ্গোপসাগর বেষ্টিত দ্বীপ ইউনিয়ন ধলঘাটার অধিকাংশ লোকজন আগেই চকরিয়া কিংবা কক্সবাজারে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বাকি যারা রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে যাবার পরিকল্পনায় প্রস্তুত রয়েছেন। ঝড়ো হাওয়ায় বৃষ্টি শুরু হলেও সংকেত স্বাভাবিক থাকায় তেমন আতঙ্ক নেই।এরপরও ফণীর আঘাতে সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

 শুক্রবার সন্ধ্যা হতে বাংলাদেশের উপকূলে ফণীর আঘাত হানতে পারে আবহাওয়া অধিদপ্তরের এমন শঙ্কায় পূর্বের ঘোষণায় শুক্রবার বিকেলে শুরু হওয়া দুদিন ব্যাপি ডিসির বলি খেলা ও বৈশাখী মেলা এবং ৪ এপ্রিল উখিয়ায় অনুষ্ঠিতব্য চাকরি মেলাও স্থগিত করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৫৩৮টি সাইক্লোন শেল্টার। মজুদ রাখা হয়েছে ৪শ মে.টন জিআর চাল, সাড়ে ৪ হাজার প্যাকেটজাত শুকনো খাবার। প্রস্তুত রয়েছে ৮৯টি মেডিকেল টিম ও বিভিন্ন সংস্থার প্রায় ১১ হাজার স্বেচ্ছাসেবক।
কক্সবাজারের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আফসার জানিয়েছেন, উপকূলীয় লোকজনসহ কক্সবাজারে অবস্থানকারী পর্যটকদেরও নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে। সৈকত তীরসহ শহরের জনবহুল স্থানে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত বুঝানো হয়েছে। উপকূলে চলমান রয়েছে মাইকিং। সবদিকে সতর্ক নজর রাখতে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। গঠন করা হয়েছে ওয়ার্ড ভিত্তিক কমিটি। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক রাখা হয়েছে। পাশাপাশি উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গাদের কথা বিবেচনা করে কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে আলাদাভাবে সভা করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পেও।
জেলা প্রশাসক আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার জেলায় ৪৩০টি ইউনিটের আওতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপির) ৬ হাজার ৪৫০ জন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও প্রস্তুত রয়েছে ১ হাজার ৭শ জন স্বেচ্ছাসেবী। কক্সবাজার রেডক্রিসেন্ট সোসাইটির আওতায় প্রস্তুত রয়েছে ১ হাজার ২শ জন। এরমধ্যে ৭শ জনকে রোহিঙ্গা ক্যাম্প এলাকায়, অন্যান্যদের জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে।
কক্সবাজার সিভিল সার্জন অফিসে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনী ওষুধ সামগ্রীসহ প্রস্তুত রয়েছে ৮৯টি মেডিকেল টিম। একই সঙ্গে কক্সবাজার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৬টি ইউনিটের ৩৬ জন কর্মকর্তার সমন্বয়ে ১৩৮ জন লোক ও বিদ্যুৎ বিভাগের ৬টি টিম কাজ করবে বলে জানানো হয়েছে।
আবার, দুর্যোগকালীন সময়ে জেলা সদরসহ উপজেলা ও উপকূলের প্রায় ৫৩৮টি সাইক্লোন শেল্টারে সাড়ে ৪ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। জেলা শহরে স্কুলসমূহও শেল্টার হিসেবে ব্যবহারে প্রস্তুতরাখা হয়েছে। জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান এইচএসসি পরীক্ষাসহ আন্তঃসব ধরণের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে উপকূলে মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। দুর্যোগ কবলিত মানুষদের আশ্রয় কেন্দ্রে আনতে ১০০টি যানবাহন রিকুইজিশন করেছে জেলা প্রশাসন।
দুর্যোগ সংক্রান্ত সকল যোগাযোগের জন্য জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। ০৩৪১-৬৪৭৫০ ও ০১৮৮১৬৯৪৮১১ নম্বরে দুর্যোগ-সংক্রান্ত যোগাযোগ করতে অনুরোধ করেছেন জেলা ত্রাণ কর্মকর্তা ড. রইস উদ্দিন মুকুল।
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে ঘূর্ণিঝড় ফণী ভারতের বিভিন্ন প্রদেশের উপকূল অতিক্রম করা শুরু করেছে। এর ব্যপ্তি প্রায় ৮-১০ ঘণ্টা থাকতে পারে। শুক্রবার সন্ধ্যানাগাদ এর প্রভাবে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। এটি শনিবার সকাল পর্যন্ত চলমান থাকতে পারে। দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়তে পারে গাছ-পালা, খুঁটিসহ কাঁচাঘর। ক্ষয়ক্ষতি হতে পারে উপকূলে।
(jagonews24)

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ করা হবে আগামী ৬ মে (সোমবার)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আগামী ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে না থাকায় আমরা ওইদিন শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেব। ওইদিন সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।’
অন্যান্য বছর সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে লন্ডনে অবস্থান করায় এবার সেই ব্যবস্থার ব্যত্যয় হলো।
গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সরকারি মাধ্যমিক) নাজমুল হক খান জানিয়েছিলেন, আগামী ৪ থেকে ৬ মে’র মধ্যে ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করে দিলে ৪, ৫ অথবা ৬ মে ফল প্রকাশ করা হবে।
এর আগে আন্তঃশিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ৪ থেকে ৬ মে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। এখন প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এই ফল প্রকাশের দিন ঠিক করা হলো।
দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ হয়। এ পরীক্ষায় সারাদেশে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২ জন, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং এসএসসি ভকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী।
গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। আগামী ৯ মে পরীক্ষা শেষের ৬০তম দিন পূর্ণ হবে। ফলে এবার তার তিন দিন আগেই ফল প্রকাশ করা হচ্ছে।
(jagonews24)

নির্মাণ শুরুর পর থেকেই আলোচনার চেয়ে সমালোচনা ছিল ‘নোলক’ ছবিটি। অবশেষে প্রকাশ পেলো ছবিটির টিজার। 


শাকিব খান ও ববি অভিনীত এ ছবি পরিচালক জটিলতায় পড়েছিল। ছবির প্রথম পরিচালক রাশেদ রাহাকে বাদ দিয়ে নিজেই পরিচালক বনে যান প্রযোজক সাকিব সনেট। এ নিয়ে যেতে হয় আদালতেও। আদালতে অবশ্য রায় এসেছে সাকিব সনেটের পক্ষেই। তারপর ছবিটি সেন্সরে জমা পড়ে, পায় আনকাট সেন্সরও।   

আগামী ঈদুল ফিতরে ‘নোলক’ মুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবিটির পরিচালক ও প্রযোজক সাকিব সনেট। 

(breakingnews)

ফেসবুক ছাড়া যেন জনজীবন স্থবির। সেই ফেসবুকের বিরুদ্ধে মাঝেমাঝেই তথ্য চুরির অভিযোগ ওঠে। আর এতে করে অনেক গ্রাহকই ফেসবুকের প্রতি অসন্তুষ্ট। আর ফেসবুকের প্রতি এই অসন্তোষ কমাতে এর ডিজানেই আসছে আমূল পরিবর্তন। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নতুন এই ডিজাইন সামনে এনেছেন। সেখানে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ গিয়েছে।  





নতুন ডিজাইন যোগ হয়েছে কোম্পানির মেসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারেও। নতুন এ ডিজাইন ফেসবুকের অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইটেও দেখা যাবে। সব ওয়েবসাইটেই এবার থেকে ছবিসহ স্টোরিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়াও চেনা মানুষের সঙ্গে কথা বলার জন্য আসছে একটি নতুন ফিচার। 

জাকারবার্গ বলেন, ‘প্রাইভেট মেসেজ, ছোট সময় থাকা, স্টোরি আর ছোট গ্রুপ অনলাইন যোগাযোগে ভবিষ্যতে দিশা দেখাবে। ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশান যোগ করে সুরক্ষা করলে গ্রাহক ফেসবুক এ চ্যাট করতে আরও সুরক্ষিত বোধ করবেন।’

এসময় জাকারবার্গ ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথা স্বীকার করে বলেন, ‘আমরা জানি সুরক্ষা প্রসঙ্গে আমরা নিজেদের নাম খারাপ করেছি।’

(breakingnews)

আগামী বাজেটে কর আদায়ে কোথাও একটি টাকাও বাড়াব না, বরং পারলে আরও কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বাজেট উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪০তম সভায় তিনি একথা বলেন।

মুস্তফা কামাল বলেন, ‘এবার বাজেট শুধু একবছরের বাজেট না। এবারের বাজেটেই ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার ভিত উপস্থাপন করা হবে। এবারের বাজেটে কোন এসআরও হবে না।’



তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর দেশে কোন খাতে কর বাড়বে না। প্রয়োজন হলে কর কমানো হবে। কিন্তু করের অর্জন বাড়বে। কারণ, সবাইকে কর দিতে হবে। যিনি অর্থনৈতিকভাবে যত বেশি শক্তিশালী তিনি তত বেশি কর দেবেন। যার সামর্থ্য কম তিনি কম কর দেবেন। আসছে বাজেটে আয়কর আইন সহজ করা হবে। দ্বৈত কর পরিহার করা হবে। সঠিক হারে ভ্যাট আদায় করা হবে।’

তিনি আরও বলেন, ‘এবারের বাজেট থেকেই ঘোষণা আসবে হয়রানি মুক্ত হবে আয়কর এলাকা। এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ে যেকোন অভিযোগ জানাতে ২৪ ঘণ্টা খোলা একটি ফোন নাম্বার থাকবে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ এলে কোন কোর্ট-কাচারি লাগবে না, ৭ দিনের মধ্যেই অ্যাকশন নেয়া হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেট থেকেই ঘোষণা আসবে হয়রানি মুক্ত হবে আয়কর এলাকা। আমি এনবিআর চেয়ারম্যানকে বলে দিয়েছি আপনি যত খুশি ভ্যাট/কর নেন। কিন্তু একজন লোকও যাতে ব্যথা না পান। কেউ যাতে আমার কাছে কোন অভিযোগ নিয়ে না আসে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। বাজেটে অনেক সংস্কার করতে হবে। এর মধ্যে কাস্টমস, ভ্যাট ও ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি সংস্কার হবে। আর এ কারণে ইতিমধ্যে আমার বিরুদ্ধে নানা সমালোচনা হচ্ছে। ঋণ খেলাপিদের আমি ক্ষমাও করতে পারবো না। আবার তাদের সকলকে জেলেও পাঠাতে পারবো না। তাহলে আমি অর্থনীতি চালাবো কি করে?’

বাজেট নিয়ে তিনি বলেন, ‘আসছে বাজেট সংগত কারণেই বড় হবে। একই সঙ্গে সহজ বাজেট প্রণয়ন করা হবে। এবারের বাজেট সবাই বুঝতে পারবেন। সহজভাবে সুন্দর কথা দিয়ে বাজেট প্রস্তুত করে সংসদে উপস্থাপন করবো। আর এটাই হবে এবারের বাজেটের অন্যান্য বাজেটের তুলনায় সবচেয়ে বড় পার্থক্য। এবারের বাজেট থেকেই ঘোষণা আসবে দুর্নীতি আমরা আর কেউ করবো না। জোর করে কর আদায় করবো না। কারো থেকে প্রয়োজনের বেশি এক টাকাও নেওয়া হবে না। যার যার সামর্থ্য অনুযায়ী দেশপ্রেম থেকে কর দেবেন।’

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মুস্তফা কামাল বলেন, ‘আমি আপনাদের একজন। আমার কাছে যা আছে আমি আপনাদেরকে তার সবটুকু দেব। আপনাদের থেকে বেশি এক টাকাও নেব না। সরকারের জন্য যা লাগবে শুধু তাই নেব। তবে মেহেরবানি করে কেউ অসাধু উপায় গ্রহণ করবেন না। আপনারা আমাকে কথা দেন আমদানি-রপ্তানি না করে প্রণোদনা নেবেন না, রপ্তানি ইনসেনটিভ নেবেন না, মিথ্যা ঘোষণা দেবেন না, বন্ডের অপব্যবহার করবেন না। আপনারা আমাকে কথা দেন।’

সভা সঞ্চালনা করেন এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

(breakingnews)

কুমিল্লায় গ্রাহকদের লেনদেন আরও সহজ করতে পদ্মা ব্যাংকের শাখা শহরের প্রফেসর পাড়া থেকে চক বাজার বাস স্ট্যান্ডের শামছুন্নাহার টাওয়ারে স্থানান্তর করা হয়েছে।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার স্থানান্তরিত শাখাটির উদ্বোধন করা হয়।

শাখাটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুল হক সাক্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাসান তাহের ইমাম।

(breakingnews)

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলার জন্য ভারত প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের ওপর যে প্রভাব পড়বে তা মোকাবেলায় ভারত অনেকটাই প্রস্তুত।

বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভেশ কুমার এ কথা বলেন।


ইরানি তেলের ক্ষতিপূরণের জন্য অন্যান্য তেল উৎপাদনকারী দেশগুলোর থেকে অতিরিক্ত সরবরাহ পাব। চীনের পরেই ইরানের শীর্ষ তেল ক্রেতা ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মেয়াদ ছয় মাস শিথিলের মেয়াদ শেষ হওয়ার পর নয়াদিল্লি মে মাসে ইরানের তেল কেনা বন্ধ করে দিয়েছে। পরে ওপেক সদস্য ভারতসহ ইরানের আটটি শীর্ষ গ্রাহককে সীমিত পরিমাণে আমদানি করার অনুমতি দিয়েছে।

এর আগে শনিবার (৩০ এপ্রিল) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইরানের তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ফোনে কথা বলেন।

এতে সুষমা স্বরাজ বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে কোনো রকম প্রভাব ছাড়াই ভারত ইরানের অপরিশোধিত তেল আরও কিছু সময়ের জন্য আমদানি করতে চায়। যেহেতু ভারতে নির্বাচন চলছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

তবে পম্পেও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের তেল আমদানি করার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

(breakingnews)

ঘূ‌র্ণিঝড় ‘ফ‌ণী’ মোকা‌বিলায় দেশের উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সকল দফতর, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি (নৈমিত্তিক, সাপ্তাহিক ও গেজেটেড) বাতিল করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২ মে) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।  পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ নি‌র্দেশনা বহাল থাক‌বে।


উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা হলো- খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ফেনী, ঝালকাঠি, যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ।

সরকা‌রি আদেশে বলা হয়েছে, গৃহায়ণ ও গণপূর্তের এসব কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে আসন্ন ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট সকল দফতর ও সংস্থার প্রধানকে বিষয়টি নিশ্চিত করার জন্য ওই আদেশে নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ‘ফণী’ বাংলাদেশের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া বিভাগের বিশেষ বুলেটিনে জানানো হয়, ‘ফণী’ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

(breakingnews)

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে বাকিংহাম প্যালেসে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচয়পত্র পেশকালে হাইকমিশনারের সঙ্গে তার স্বামী তৌহিদুল আই চৌধুরী এবং হাই কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



এছাড়া কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক, মিনিস্টার (কনস্যুলার) মো. লুৎফুল হাসান, কমার্শিয়াল কাউন্সিলর এস এম জাকারিয়া হক এবং প্রথম সচিব মো. শফিউল আলম।

পরিচয়পত্র পেশ করার পর ডিপ্লোমেটিক কর্পের এ্যাসিসটেন্ট মার্শাল এবিগেইল বয়েল হাইকমিশনার ও তার সঙ্গীদের রাজকীয় ঘোড়ার গাড়ির বহরে করে বাকিংহাম প্যালেস থেকে সেন্টস জেমস কোর্টে (তাজ হোটেল) নিয়ে যান। সেখানে পরিচয়পত্র প্রদান পরবর্তী এক অভ্যর্থনার আয়োজন করা হয়। 

অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

(breakingnews)

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই ট্রাম্প এ সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। 

বৃহস্পতিবার (২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে মেভলুত কাভুসোগলু এ কথা জানান। খবর আনাদলু ও ডেইলি সাবাহ


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককালে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন ইস্যুতে এরদোয়ান ও ট্রাম্প প্রায়ই টেলিফোনে কথা বলেন। যদিও কিছু বিষয়ে উভয় দেশের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।

মেভলুত বলেন, ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের যোগাযোগ ও কথোপকথন সবসময়ই ইতিবাচক ছিল।

দুই রাষ্ট্রপতির মধ্যে সর্বশেষ যোগাযোগের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরদোয়ান সবসময় ইতিবাচকভাবেই সব বিষয় মোকাবেলা করেন। তাই এরদোয়ান তুরস্ক সফরে আবার ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী জুনে ব্রিটেন ও ফ্রান্স সফরে যাবেন।

ব্রিটেন ও ফ্রান্স সফরের পরই ট্রাম্পের তুরস্ক সফরের কথা নিশ্চিত জানিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ দুটি দেশ সফরের সময়ই তুরস্ক আসার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে তুরস্ক সফর করতে চায়। এ জন্য সম্ভবত এক মাস সময় লাগবে।

সফরের বিষয়টি নিশ্চিত হলেও সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই সফরের তারিখ নির্ধারণ হবে বলে জানান মেভলুত কাভুসোগলু।

(breakingnews)

রমজান এবং অত্যধিক গরমের কথা মাথায় রেখে সকাল সাতটার পরিবর্তে পাঁচটা থেকে ভোটগ্রহণ পদ্ধতি চালু করার প্রস্তাব দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রস্তাব গৃহীত হবে কিনা, সে বিষয়টি যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
 

ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনে সাত দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া ভোট শেষ হবে ১৯ মে। প্রায় একমাসেরও বেশি সময় ধরে ভোটগ্রহণ প্রক্রিয়ার মাঝেই শুরু হচ্ছে রমজান৷ এছাড়াও দিন যত যাচ্ছে, ততই বাড়ছে তাপমাত্রা। যা নিয়ে রীতিমতো বিরক্ত বেশিরভাগ রাজনৈতিক দল।

ভোট শুরুর সময়সীমা পিছিয়ে দেয়ার দাবিতে সরব হয়েছিলেন ভারতের বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এই দাবির প্রেক্ষিতেই এ প্রস্তাব দিলো সুপ্রিম কোর্ট। দাবি খতিয়ে দেখে প্রয়োজনে ভোটগ্রহণের সময়সীমা দু’ঘণ্টা এগিয়ে আনা যায় কিনা, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার কথা জানাল ভারতের সর্বোচ্চ আদালত।

সাধারণত সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে রমজান। তাই রমজান পরবর্তী নির্বাচনগুলোতে ভোটগ্রহণ ভোর ৫টা থেকে শুরু করা যায় কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। 

আপাতত কমিশনের সিদ্ধান্তের উপরেই ভরসা রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশন যদি ভোটগ্রহণের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় তবে তা নজিরবিহীন হয়েই থাকবে। কারণ, এর আগে কোনও নির্বাচনেই এই সিদ্ধান্ত নেয়নি কমিশন। 

আগামী ৬ মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। 

(breakingnews)

চায়ের সঙ্গে ‘টা’ মানেই বিস্কুট। সকালে ঘুম থেকে উঠে চায়ের সঙ্গে বিস্কুট, সারাদিনে নানা সময়েই অনেকেই বিস্কুট খেয়ে থাকেন। কিন্তু এই বিস্কুট থেকে অস্বাভাবিক স্থুলতা, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে! 


ক্যান্সার এপিডেমিওলজি, বায়োমার্কাস অ্যান্ড প্রিভেনসন্স (Cancer Epidemiology, Biomarkers & Prevention) নামের একটি মার্কিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত বিস্কুট ডেকে আনতে পারে মারাক্তক বিপদ। মার্কিন চিকিত্সক ও গবেষকদের মতে, বিস্কুট ময়দা দিয়ে তৈরি হয়, আর ময়দা তৈরির সময় ভিছটামিনের তারতম্যের সৃষ্টি হয়। 

ময়দা তৈরির সময় ফাইবার কমে যাওয়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার ফলে ‘এন্ডমেট্রিয়াল ক্যান্সার’-এর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। দীর্ঘ ১০ বছর ধরে চলা একটি সমীক্ষায় জানা গিয়েছে, সুইডেনে ৬০ হাজারেরও বেশি মহিলা পেটের নানা সমস্যায় আক্রান্ত। আর আক্রান্তদের বেশির ভাগের মধ্যেই অতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার অভ্যাস রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিস্কুটে  ট্রান্স ফ্যাটের আধিক্য রয়েছে যার প্রভাবে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা আর ওজন অস্বাভাবিক হারে বাড়াতে থাকে। এই ট্রান্স ফ্যাটের আধিক্যের ফলে ডায়াবেটিস ও হার্টের নানা রোগের আশঙ্কাও বাড়তে থাকে। শুধু তাই নয়, নিয়মিত বিস্কুট খাওয়ার কারণে শিশুদের মধ্যে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। 

সুইডেনের কারোলিন্সকা ইনস্টিটিউটের গবেষকদের দাবি, মাত্রাতিরিক্ত পরিমাণে বিস্কুট খাওয়ার ফলে মহিলাদের গর্ভাশয়ে ক্যান্সার বা টিউমার হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
(breakingnews)

ফণীর প্রভাবে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করেছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের প্রধান মিঠু সরকার জানিয়েছেন, পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত ঘোষণা করার পর থেকেই বরিশাল নদী বন্দরের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া ঠিক না হলে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে অভ্যান্তরীণ নৌরুট।


বর্তমানে ফণী পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

বরিশাল আবহাওয়া অফিস ঢাকা অফিসের বরাত দিয়ে জানায় শুক্রবার বিকাল নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে এবং পরবর্তীতে উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে হয়ে শুক্রবার মে সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

(breakingnews)

ঘূর্ণিঝড় ফণী’র বিষয়ে সার্বক্ষণিক উপকূলীয় এলাকায় খোঁজখবর রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।  ইতোমধ্যে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খোলা হয়েছে মনিটরিং সেল। 


পুরো বিষয়টি মনিটরিং করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি
ঘূর্ণিঝড় ’ফণী’র বিষয়ে সার্বিক খবরাখবর রাখতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সকল সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। 

তিনি জানিয়েছেন,  ইতোমধ্যে দলীয় সভানেত্রীর ধানমন্ডিস্থ কার্যালয়ের বর্ধিত ভবনে দপ্তর সেলে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে ফণীর বিষয়ে সব খবর পাওয়া যাবে উপ-কমিটির সদস্যদের কাছে। তৃণমূলের নেতাকর্মিসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে এ বিষয়ে খোঁজ নিচ্ছেন উপ-কমিটির সদস্যরা।
(breakingnews)

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget