দক্ষিণ আফ্রিকা বিপক্ষে জয়ের জন্য তিন তরিকা বাংলাদেশ

 


টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

ক্রিকেটের বিখ্যাত স্টেডিয়াম সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, বাংলাদেশ সময় সকাল নয়টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

দুদলের জন্যই ম্যাচটা সমান গুরুত্বপূর্ণ, একদল চাইবে সেমিফাইনালে থাকার আশা টিকিয়ে রাখতে, আরেক দল চাইবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে।

নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ জিতে নেট রান রেটের কারণে বাংলাদেশ আছে সুপার টুয়েলভ পর্বের গ্রুপ- ২ এর পয়েন্ট টেবিলের এক নম্বরে।

ওদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, যে কারণে একটি জয় এখন দক্ষিণ আফ্রিকার জন্য খুবই প্রয়োজন সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বুধবার বলেছেন, দক্ষিণ আফ্রিকার ওপর থাকবে সব চাপ।

দক্ষিণ আফ্রিকা চাপে ভঙ্গুর দল এটা সাকিব আল হাসান তো জানেনই এবং এটা ক্রিকেটেরই একটা প্রবাদের মতোন হয়ে গেছে।

সাকিব বুধবারের সংবাদ সম্মেলনে বলেন, "সুপার টুয়েলভ পর্বের ম্যাচ। দুই দলের জন্যই গুরুত্ব থাকবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচেই ফুল পয়েন্টের আশা নিয়ে খেলেও বৃষ্টির কারণে পারেনি, তাদের জন্য এটা ডু-অর-ডাই ম্যাচ।"

বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসেইন সামি বলেছেন, "এটা নিশ্চিতভাবেই মাইন্ড গেম।"মি. হুসেইনের মতে, 'সাকিব এবার অন্যরকম একটা টোনে আছে'।

পরিস্থিতি যাই হোক বাংলাদেশ এবার আগের চেয়ে ভালো করবে এই বিশ্বাসটা সাকিবের আছে বলে মনে করেন এই বিশ্লেষক।

"প্রেস কনফারেন্সে বাঁকা প্রশ্নের যেভাবে আউটপুট দিয়েছেন। প্রথম দিন একটা কথা বলেছিলেন এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো খেলবে।"গত ম্যাচেই বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ।

মজার তথ্য হলো, ২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ কোনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইভেন্টের ম্যাচে সাকিব আল হাসানের বাইরে কোনও ম্যান অফ দ্য ম্যাচ পেল।

সাকিবও আজ তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ।

তাসকিন আহমেদকে এই ফাস্ট বোলিং আক্রমণের নেতা বলছেন তিনি।কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে মাঠে খেলা এই মাঠ ফাস্ট বোলারদের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

সৈয়দ আবিদ হুসেইন সামির বিশ্লেষণে উঠে এসেছে - "সিডনির মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ম্যাচে ১৪৫ বা তার বেশি গতির বলে ইকোনমি রেট ছিল ১৭, ১৩০ থেকে ১৪৫ গতির বলে ইকোনমি রেট ছিল ১০ কিন্তু ১২০ এর নিচের বলে ইকোনমি রেট ছিল পাঁচ এর মতো।"এক্ষেত্রে তিনি মুস্তাফিজুর রহমানের ভালো করার সম্ভাবনা দেখছেন এই ধরনের উইকেটে।

"মুস্তাফিজ এই উইকেটে ভালো করতে পারেন তিনি সম্প্রতি তার অ্যাকশনে পরিবর্তন এনেছেন যেটা ছিল নজরে আসার মতো। মাঠে হয়তো এখনও ফল পাওয়া যায়নি তবে দ্রুতই সেটা আশা করছি।"

আরো পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget