টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক দক্ষিণ আফ্রিকা

 


টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক দক্ষিণ আফ্রিকা

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ দল। তবে বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে নজর কেড়েছে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ালেও শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। 
টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার বলেন, আমাদের এখন সব ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ সবসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট। আমরা এখন নতুন ভেন্যুতে (সিডনি) যাব। আশা করি, বৃষ্টি দূরেই থাকবে। যাতে আমরা একটা ভালো ম্যাচ খেলতে পারি এবং নিজেদের স্কিলের প্রদর্শনী করতে পারি।

মার্ক বাউচার বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে এক-দুইজন খেলোয়াড় এগিয়ে আসবে এবং তারাই জিতিয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের মানসম্পন্ন ব্যাটসম্যান, বোলার আছে। যারা আমাদের সামনে (জয়ের) ভিন্ন ভিন্ন সুযোগ এনে দেবে।

আরো পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

Holy Foods ads

Holy Foods ads

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget